ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনা থেকে চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হতে চলেছে

প্রকাশিত: ০৩:৫৭, ৭ জুলাই ২০১৭

নেত্রকোনা থেকে চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হতে চলেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভেস্তে যেতে বসেছে নেত্রকোনায় সরকারী চাল সংগ্রহ অভিযান। নেত্রকোনা জেলায় ২৬৪টি চালকল থেকে ৪১ হাজার ৪১৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৬৫টি কল থেকে সিদ্ধ ও ৪২টি কলের আতপ চাল সংগ্রহের চুক্তি করে জেলা খাদ্য কার্যালয়। আর বাজারে চালের দাম বেশি হওয়ায় চুক্তি করেনি ১৫৭টি মিল। গত মে মাসে চাল সংগ্রহ অভিযান শুরু হলে ১৫টি মিল থেকে মাত্র ৩৬৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়। তবে লোকসান হবে জেনে সরকারকে চাল দেয়া বন্ধ করে দেন মিল মালিকরা। মিল মালিকরা বলছেন, চাল দিতে বাধ্য করলে মিল বন্ধ করে দেবেন তারা। এতে কাজ হারানোর আশঙ্কায় দিন কাটচ্ছে শ্রমিকদের। তবে নেত্রকোনা জেলার খাদ্য নিয়ন্ত্রক সোহরাব হোসেন জানান, বাজারে চালের দাম বেশি হওয়ায় মিলাররা চাল সরবরাহ বন্ধ রেখেছেন। এ বিষয়ে মিল মিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে মিল মালিক ও শ্রমিকরা চাল সংগ্রহে জটিলতা নিরসনে সরকারকে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন। ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান হলেন সি কিউ কে মুশতাক অর্থনৈতিক রিপোর্টার ॥ সাবেক সিনিয়র সচিব সি কিউ কে মুশতাক আহমেদকে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মফিজ উদ্দিন আহমেদ স্বাক্ষরিক এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ বছর কিংবা ৬৫ বছর বয়স পর্যন্ত এফআরসির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে পারবেন সি কিউ কে মুশতাক আহমেদ। ১৯৫৫ সালে সিলেটে জন্ম নেয়া মুশতাক আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। ১৯৮১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি। দীর্ঘ কর্মজীবনে সরকারের বিভিন্ন দফতর ও মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর ২০১৫ সালে অবসর গ্রহণ করেন তিনি। অবসর পরবর্তী সময়ে পরামর্শক বা স্বতন্ত্র পরিচালক হিসেবে একাধিক বিদেশী প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানির সঙ্গে কাজ করেন তিনি। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের লেনদেন পুনরায় শুরু অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বৃহস্পতিবার চালু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার কোম্পানির রেকর্ড ডেট ছিল। ফলে লেনদেন স্থগিত রাখে কোম্পানিটি। রেকর্ড ডেটের পরে বৃহস্পতিবার থেকে যথানিয়মে লেনদেন চালু করেছে কোম্পানিটি।
×