ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এক মাসে ফাইন ফুডের দর বেড়েছে ৩০ শতাংশ

প্রকাশিত: ০৩:৪৩, ৭ জুলাই ২০১৭

এক মাসে ফাইন ফুডের দর বেড়েছে ৩০ শতাংশ

গত ১ মাসের ব্যবধানে ফাইন ফুডের শেয়ার দর বেড়েছে ৩০ শতাংশ। কারণ ছাড়াই এ দর বেড়েছে বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গত ১ মাসের ব্যবধানে ফাইন ফুডসের শেয়ার দর বেড়েছে ৩০ শতাংশ। কারণ ছাড়াই এ দর বেড়েছে বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গত ৭ জুন কোম্পানির শেয়ার দর ছিল ২৮.২ টাকা। যা ১ মাসের ব্যবধানে ৫ জুলাই লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩৬.৬ টাকায়। এ হিসাবে দর বেড়েছে ৮.৪ টাকা বা ৩০ শতাংশ। কোম্পানির শেয়ার দর এই অস্বাভাবিকভাবে বৃদ্ধির আলোকে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। এক্ষেত্রে ফাইন ফুড কর্তৃপক্ষ জানিয়েছেন, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার মতো অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। -অর্থনৈতিক রিপোর্টার গত বছরে বোনাস লভ্যাংশ কমেছে গত হিসাব বছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার কম দিয়েছে। তাই বোনাস শেয়ারের মাধ্যমে মূলধন বৃদ্ধি কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে। ডিএসই জানায়, ২০১৬-১৭ অর্থবছরে মোট তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ১১৭ কোম্পানি ১৮৮ কোটি বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে ১ হাজার ৮৯৮ কোটি টাকা মূলধন বৃদ্ধি করে। এর আগের বছর ২০১৫-১৬ অর্থবছরে মোট ১০৯ কোম্পানি ২২৫ কোটি বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে ২ হাজার ২৬৫ কোটি টাকা মূলধন বৃদ্ধি করে। -অর্থনৈতিক রিপোর্টার
×