ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাবিতে মাস্টার অব এ্যাকাউন্টেসি ইন ট্যাক্সেশন নামের নতুন কোর্স চালু

প্রকাশিত: ০৩:৪৩, ৭ জুলাই ২০১৭

ঢাবিতে মাস্টার অব এ্যাকাউন্টেসি ইন ট্যাক্সেশন নামের নতুন কোর্স চালু

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগে ‘মাস্টার অব এ্যাকাউন্টেন্সি ইন ট্যাক্সেশন’ নামে নতুন একটি কোর্স চালু করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় ‘মাস্টার অব এ্যাকাউন্টেন্সি ইন ট্যাক্সেশন’ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান, এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল হাকিম, অধ্যাপক. খন্দকার হামিদ উল্লাহ ভূইয়া, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু ও অর্থ সম্পাদক মনির হোসেন উপস্থিতি ছিলেন। এআইএস বিভাগ ও সিএমজেএফ যৌথভাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করে। অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু ১ আগস্ট অর্থনৈতিক রিপোর্টার ॥ মেয়াদী আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের আইপিও আবেদন ১ আগস্ট থেকে শুরু হবে। চলবে ১০ আগস্ট পর্যন্ত। সম্প্রতি ফান্ডটিকে সম্মতিপত্র দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ফান্ডটির আকার ১০০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা অগ্রণী ব্যাংক দেবে ৫০ কোটি টাকা। বাকি ৫০ কোটি টাকার মধ্যে মিউচুয়াল ফান্ড পাবে ৫ কোটি টাকার ৫০ লাখ ইউনিট; যোগ্য বিনিয়োগকারী পাবে ২০ কোটি টাকার ২ কোটি ইউনিট; প্রবাসীরা পাবে ৫ কোটি টাকার ৫০ রাখ ইউনিট; সাধারণ বিনিয়োগকারীরা পাবে ১৬ কোটি টাকার ১ কোটি ৬০ লাখ ইউনিট এবং ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৪ কোটি টাকার ৪০ লাখ ইউনিট। এর আগে বিএসইসি’র ৫৯৬তম সভায় ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেয়া হয়। ফান্ডটির অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ডের উদ্যোক্তা অগ্রণী ব্যাংক লিমিটেড। আর সম্পদ ব্যবস্থাপক আইসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হলো ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।
×