ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৩:৪৩, ৭ জুলাই ২০১৭

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ও আর্থিক লেনদেনে পতন হয়েছে। একইসঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। বৃহস্পতিবার এ পতন হয়েছে। ডিএসইর সূচক সর্বোচ্চ অবস্থানের পৌঁছার পরদিনই পতন ঘটেছে। তবে বাজার বিশ্লেষকরা এই পতনকে মূল্য সংশোধন বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে, গত কিছুদিন ধরে টানা সূচক বেড়েছে তাই কিছুটা মূল্য সংশোধন প্রত্যাশিত ছিল। সেটিও ঘটেছে। বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটিই বাজারের স্বাভাবিক গতি। বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগের দিনের ধারাবাহিকতায় সকাল থেকেই সূচকের উর্ধমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে বাজারে দিনটিতে স্বল্পমূলধনী কিছু কোম্পানির দর বেড়েছে। এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫০ পয়েন্টে। যা আগের দিন ২২ পয়েন্ট বৃদ্ধির মাধ্যমে সূচকটির যাত্রার সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছিল। বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ১ হাজার ১৬৪ কোটি ৯২ টাকা। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০ কোম্পানির মধ্যে ৯২টি বা ২৭.৮৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৯৩টি বা ৫৮.৪৮ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি বা ১৩.৬৪ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কেয়া কসমেটিকসের শেয়ার। এ দিন কোম্পানির ৪৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের ৩৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে একমি ল্যাবরেটরিজ। লেনদেনে এরপর রয়েছে- বারাকা পাওয়ার, ফু-ওয়াং ফুড, সাইফ পাওয়ারটেক, লংকাবাংলা ফাইন্যান্স, এমজেএল বাংলাদেশ, ডরিন পাওয়ার জেনারেশনস ও সিএ্যান্ডএ টেক্সটাইল। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ ফু-ওয়াং ফুড, ইনটেক, স্ট্যান্ডার্ড সিরামিক, সি এ্যান্ড এ টেক্সটাইল, ডরিন পাওয়ার, বিজিআইসি, একমি ল্যাব, হাক্কানী পাল্প, নূরানী ডাইং ও সায়হাম কটন। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, মেঘনা কনডেন্স মিল্ক, পিএফআই মিউচুয়াল ফান্ড, গ্রামীণফোন, মডার্ন ডাইং, মেঘনা পেট, ঝিল বাংলা, সোনারগাঁও টেক্সটাইল ও বিডিকম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৬২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৮৩৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ স্কয়ার ফার্মা, কেয়া কসমেটিক, মবিল যমুনা বিডি, ফু-ওয়াং ফুড, বারাকা পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, আরডি ফুড, সিএ্যান্ড এ টেক্সটাইল ও লঙ্কাবাংলা ফাইন্যান্স।
×