ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুর্নীতি মামলার পাঁচ সাক্ষীকে জেরা করার আবেদন খালেদার

প্রকাশিত: ০৮:৩৬, ৬ জুলাই ২০১৭

দুর্নীতি মামলার পাঁচ সাক্ষীকে জেরা করার আবেদন খালেদার

স্টাফ রিপোর্টার ॥ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ সাক্ষীকে জেরা করার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবীরা বুধবার আবেদনটি শুনানির জন্য বিচারপতি মোঃ শওকত হোসেন ও বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চে উপস্থাপন করেছেন। আগামী সপ্তাহে এটি কার্যতালিকায় আসতে পারে বলে জানান তারা। এই পাঁচ সাক্ষীকে জেরার আবেদন গত ৫ জুন বিচারিক আদালত নাকচ করে দেন। বিচারিক আদালতের এই আদেশের বিরুদ্ধে এরপর গত ২৩ জুন খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিভিশন আবেদনটি করা হয়। সেই আবেদনটিই বুধবার শুনানির জন্য এই বেঞ্চে উপস্থাপন করা হয়েছে। খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আগামী রবিবার আবেদনটি কার্যতালিকায় আসতে পারে। আসলে সেদিনই এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে বিচারাধীন রয়েছে। দুদকের পক্ষের ৩২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এখন তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
×