ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিচারপতিগণ চেম্বারে জরুরী কাজে ব্যস্ত থাকায় গতকাল আদালত বসেনি

প্রকাশিত: ০৮:৩৬, ৬ জুলাই ২০১৭

বিচারপতিগণ চেম্বারে জরুরী কাজে ব্যস্ত থাকায় গতকাল আদালত বসেনি

স্টাফ রিপোর্টার ॥ বিচারপতিরা চেম্বারে বিশেষ জরুরী কাজে ব্যস্ত থাকায় বুধবার সুপ্রীমকোর্টের আপীল বিভাগে কোন ধরনের বিচারিক কাজ পরিচালনা করার জন্য বসেননি আদালত। তবে জরুরী প্রয়োজনে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ আজ বৃহস্পতিবার বসতে পারেন। আপীল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুনাভ চক্রবর্তী জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে এ বিষয়ে সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সুপ্রীমকোর্টের বিচারপতিগণ চেম্বারে বিশেষ জরুরী কাজে ব্যস্ত থাকার জন্য বুধবার আপীল বিভাগের ১ ও ২ নম্বর কোর্ট বন্ধ থাকবে। এছাড়া আজ বৃহস্পতিবার আপীল বিভাগে জরুরী বিষয়সমূহ শুনানি করা হবে।’ আপীল বিভাগের চেম্বার কোর্টের কার্যক্রমও বুধবার বন্ধ থাকবে।
×