ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক পুরস্কার পেল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই কর্মসূচী

প্রকাশিত: ০৮:১৪, ৬ জুলাই ২০১৭

আন্তর্জাতিক পুরস্কার পেল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই কর্মসূচী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচী সম্প্রতি ই হেলথ ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এ্যাওয়ার্ড পেয়েছে। খবর বাসসর। কর্মসূচীর শিরোনাম হচ্ছে- ‘টেলিমেডিসিন প্রজেক্ট’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিক্স এ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট এই প্রকল্প বাস্তবায়ন করছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পটি জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি ফোরাম-২০১৭তে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং টেলিমেডিসিন প্রকল্পের নেতা ড. কে সিদ্দিক-ই-রাব্বানী আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের মহাসচিবের কাছ থেকে এ্যাওয়ার্ড সার্টিফিকেট গ্রহণ করেন। গত ১২ থেকে ১৬ জুন অনুষ্ঠিত এই সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে ৯০টি চ্যাম্পিয়নশিপ এ্যাওয়ার্ড দেয়া হয়।
×