ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাইতি মিশনে যোগ দিতে ১৪০ পুলিশের ঢাকা ত্যাগ

প্রকাশিত: ০৮:১২, ৬ জুলাই ২০১৭

হাইতি মিশনে যোগ দিতে ১৪০ পুলিশের ঢাকা ত্যাগ

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের ১৪০ সদস্যের একটি কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর হাইতি মিশনে ব্যান এফপিইউ-৩ কন্টিনজেন্ট প্রতিস্থাপনের জন্য মঙ্গলবার গভীর রাতে ইউএন চার্টার ফ্লাইটে হাইতির উদ্দেশ্যে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মির্জা আবদুলাহেল বাকী। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ইউএন এ্যাফেয়ার্স) শেখ রফিকুল ইসলাম মিশনগামী সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান। এর আগে অতিরিক্ত আইজিপি মোঃ মইনুর রহমান চৌধুরী মিশনগামী পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন। এ সময় তিনি মিশনে নিয়োজিত থাকাকালে বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশের সম্মান ও মর্যাদা অক্ষুণœ রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের জন্য পুলিশ শান্তিরক্ষীদের প্রতি আহ্বান জানান।
×