ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে দুটি বাল্যবিয়ে বন্ধ

প্রকাশিত: ০৮:০৯, ৬ জুলাই ২০১৭

রূপগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে দুটি বাল্যবিয়ে বন্ধ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৫ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে সাথী আক্তার (১৩) ও হৃতিকা আক্তার (১৫) নামে দুইজন শিক্ষর্থীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। বুধবার সন্ধায় উপজেলার খাশদাউদপুর এলাকায় এ দুটি বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইসলাম। সাথী আক্তার উপজেলার খাশদাউদপুর এলাকার দুলাল মিয়া ওরফে দুলুর মেয়ে ও হৃতিকা আক্তার একই এলাকার আব্দুর সাত্তারের মেয়ে। সাথী আক্তার ও হৃতিকা আক্তার স্থানীয় নুরুন্নেসা স্কুল এন্ড কলেজের সপ্তম ও নবম শ্রেণির শিক্ষার্থী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা ইসলাম জানান, খাশদাউদপুর এলাকায় দুটি বাল্যবিয়ে হচ্ছে বলে তিনি জানতে পারেন। পরে পুলিশ নিয়ে গিয়ে বিয়ে দুটি বন্ধ করেন তিনি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এসময় তিনি আরও বলেন, বাল্যবিয়ে বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে ও সচেতন হতে হবে।
×