ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা নগর আ’লীগ উত্তর

১২ থানা, ২৫ ওয়ার্ড ও পাঁচ ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রকাশিত: ০৮:০৯, ৬ জুলাই ২০১৭

১২ থানা, ২৫ ওয়ার্ড ও পাঁচ ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের ১২টি থানা, ২৫টি ওয়ার্ড এবং ৫টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার সংগঠনের সভাপতি একেএম রহমত উল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক সাদেক খান এই কমিটি চূড়ান্ত অনুমোদন করেন। ঘোষিত থানাগুলো হচ্ছে- মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, শাহ আলী, দারুস সালাম, বাড্ডা, ভাটারা, রামপুরা, গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক। ওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে- ২১, ৯৭, ২৩, ৯৮, ২২, ১৫, ১৮, ১৯, ২০, ৯৫, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ১০০, ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২, ৯৩। এছাড়াও ইউনিয়নগুলো হচ্ছে বাড্ডা, ভাটারা, সাঁতারকুল, বেরাইদ ও ক্যান্টনমেন্ট। ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়। এর তিন বছর পর ২০১৬ সালের ১০ এপ্রিল ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুইভাগে বিভক্ত করে কমিটি ঘোষণা করা হয়। সে সময় থানা ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এরপরই শুরু হয় থানা ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া।
×