ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রাথমিক বিজ্ঞান;###;মোঃ আনোয়ার হোসেন

প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:০২, ৬ জুলাই ২০১৭

প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রস্তুতি

সহকারি শিক্ষক দেলুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আদমদীঘি, বগুড়া। মোবাইল : ০১৭২৪-৬২৩৭৮৭ মহাবিশ্ব (১ম অংশের পর) প্রশ্ন : আহ্নিক গতি কাকে বলে? উত্তর : সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে। প্রশ্ন : অক্ষ কি? উত্তর : অক্ষ হলো কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। প্রশ্ন : নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর কতো সময় লাগে? উত্তর : ২৩ ঘন্টা ৫৬ মিনিট। প্রশ্ন : দিন রাত কিভাবে হয়? উত্তর : পৃথিবীর আহ্নিক গতির কারনে দিন ও রাত হয়। পৃথিবী তার মেরু রেখার ওপর পশ্চিম থেকে পূর্বদিকে ঘুরছে। এভাবে একবার ঘুরে আসতে প্রায় ২৪ ঘণ্টা বা একদিন সময় লাগে। পৃথিবীর এ গতির নাম আহ্নিক গতি। এ আবর্তনের সময় পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে সে অংশে তখন দিন এবং অপর অংশে রাত হয়। প্রশ্ন : চাঁদের দশা বলতে কি বুঝায়? উত্তর : চাঁদ কখনো বড় আবার কখনো ছোট এবং কখনো গোলাকার বা অর্ধগোলাকার মনে হয়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে। প্রশ্ন : পৃথিবীর একমাত্র উপগ্রহ কি? উত্তর : চাঁদ। প্রশ্ন : উপগ্রহ কি? উত্তর উপগ্রহ হলো সেই বস্তু যা কোন গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়। প্রশ্ন : পূর্ণিমার চাঁদ ও অমাবস্যার চাঁদ বলতে কি বুঝায়? উত্তর : চাঁদের নিজস্ব কোন আলো নেই। চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে। চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময়ই আলোকিত। পৃথিবীকে আবর্তনের সময় যখন আমরা চাঁদের সম্পূর্ণ অংশ আলোকিত দেখতে পাই তখন আমরা একে পূর্ণিমার চাঁদ বলি। আর যখন আমরা চাঁদের আলোকিত অংশ একদমই দেখতে পাই না তখন একে অমাবস্যার চাঁদ বলি।
×