ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লোকনাট্যদলের তিন যুগ পূর্তিতে ‘কঞ্জুস’

প্রকাশিত: ০৬:৫৪, ৬ জুলাই ২০১৭

লোকনাট্যদলের তিন যুগ পূর্তিতে ‘কঞ্জুস’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের অন্যতম প্রধান নাট্য সংগঠন লোকনাট্যদলের ৩৬ বছর তথা তিন যুগ পূর্তি হচ্ছে আজ। তিন যুগ পূর্তি উদযাপন উপলক্ষে লোকনাট্যদল বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক নাট্যোৎসব, নতুন নাটকের প্রদর্শনী, থিয়েটার ওয়ার্কশপ, সেমিনার ও নিজস্ব নাটক নিয়ে নাট্যোৎসব ইত্যাদি। আগামীকাল শুক্রবার বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে বছরব্যাপী এ অনুষ্ঠানমালার শুভ সূচনা হবে। অনুষ্ঠানের উপদ্বোধন করবেন দলের সভাপতি অভিজিত চৌধুরী। সেক্রেটারি কামরুন নূর চৌধুরী সহ দলের সদস্য ও শুভাকাঙ্খিরা উপস্থিত থাকবেন। উদ্বোধনী আয়োজন শেষে লোকনাট্যদলের জনপ্রিয় প্রযোজনা মলিয়েরের ‘কঞ্জুস’ নাটকের মঞ্চায়ন হবে। প্রসঙ্গত, ১৯৮১ সালের ৬ জুলাই মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত একদল স্বপ্নদর্শী নতুনের আহ্বানে লোকনাট্যদল যাত্রা শুরু করে। জন্মলগ্ন থেকেই লোকনাট্যদল সুস্থ, সুন্দর ও জীবন-ঘনিষ্ঠ নাট্য মঞ্চায়নের মাধ্যমে এ দেশের নাট্যদর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নেয়। তিন যুগের এ পথচলায় লোকনাট্যদল এ পর্যন্ত ৩০টির মতো নাটক মঞ্চে এনেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘অন্ধ নগরীর চৌপাট রাজা’, ‘মিড সামার নাইটস ড্রিম, ‘কঞ্জুস’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘সোনাই মাধব’, ‘তপস্বী ও তরঙ্গিনী’, ‘সিদ্ধিদাতা’, ‘মাঝরাতের মানুষেরা’, ‘তুষাগ্নি’, ‘মড়া’, ‘বশীকরণ’, ‘বৈকুণ্ঠের খাতা’, ‘সুনাগরিকের সন্ধানে’, ‘পরগাছা’ প্রভৃতি। লোকনাট্যদলের ৩ যুগ পূর্তি উপলক্ষে দলের পক্ষ থেকে সকল নাট্যদর্শক, নাট্যকর্মী, সহযোদ্ধা নাট্য সংগঠন ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানানো হয়েছে। তিন যুগ পূর্তির অনুষ্ঠানমালা সফল করতে সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থন কামনা করা হয়েছে।
×