ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেশাদার সাঁতারুদের পাশে হসজু

প্রকাশিত: ০৬:৫২, ৬ জুলাই ২০১৭

পেশাদার সাঁতারুদের পাশে হসজু

স্পোর্টস রিপোর্টার ॥ পেশাদার সাঁতারুদের পাশে দাঁড়ালেন হাঙ্গেরির তারকা সাঁতারু কাতিনকা হসজু। সেজন্য সাঁতারুদের নিয়ে একটি সংগঠনও গড়েছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দিয়েছেন ২৮ বছর বয়সী এই তারকা সাঁতারু। যে সংগঠনের কাজ হবে ফিনার কিংবা আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ২৯ জন সদস্য নিয়ে গঠিত হয় গ্লোবাল এ্যাসোসিয়েশন অব প্রফেশনাল সুইমার্স (জিএপিএস)। যাদের মধ্যে রয়েছেন ১৪ জন অলিম্পিক চ্যাম্পিয়ন। তাদের মধ্যে উল্লেখ্যযোগ্যরা হলেন- জাপানের হাগিনো কোসজুকে, সুইডেনের সারাহ সজোস্ট্রোম, আমেরিকার কেটি মিলি, কোনোর ডিয়ার এবং হাঙ্গেরির কাতিনকা হসজু। এ প্রসঙ্গে হসজু বলেন, ‘আমরা চাই সকল সাঁতারুই সমানভাবে বিবেচিত হোক। আমাদের প্রত্যাশা ফিনার উচ্চপদস্থ কর্মকর্তারাও আমাদের সঙ্গে বসুক এবং সমস্যা নিয়ে আলোচনা করুক। সকলেই চাই তারা পেশাদার সাঁতারুদের সবধরনের সমস্যার কথা শুনবে এবং সাঁতারের ভবিষ্যত নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবে।’ ২০১৬ সালটা হসজুর দারুণ কেটেছে। সে বছর রিও অলিম্পিকে তিনটি স্বর্ণপদক জয়ের স্বাদ পান তিনি। সে জন্য ইউরোপের বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হিসেবেও হসজুকে নির্বাচিত করেন আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা। রিয়াল ছাড়লেন পেপে স্পোর্টস রিপোর্টার ॥ ভালবাসার ক্লাব রিয়াল মাদ্রিদ ছাড়লেন ডিফেন্ডার পেপে। সান্টিয়াগো বার্নাব্যুতে অপাংক্তেয় হয়ে তুরস্কের ক্লাবে নাম লেখাতে বাধ্য হয়েছেন পর্তুগালের এই ফুটবলার। টানা ১০ বছর রিয়ালের রক্ষণভাগের অন্যতম প্রধান সেনানী ছিলেন পেপে। অথচ সেই ক্লাবকেই ছাড়তে হলো। রিয়ালের সঙ্গে পেপের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে গত মাসে। সেই চুক্তি আর নবায়ন করেননি তিনি। নাম লিখিয়েছেন তুরস্কের ক্লাব বেসিকটাসে। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ক্লাবটির সঙ্গে। ২০০৭ সালে পর্তুগালের অন্যতম সেরা ক্লাব পোর্তো থেকে রিয়ালে এসেছিলেন পেপে। প্রথম মৌসুমেই জিতেছিলেন লা লিগার শিরোপা। এরপর সবমিলিয়ে তিনি জিতেছেন মোট তিনটি লা লিগা, দুটি কোপা ডেল রে ও তিনটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা। এই সাফল্যগুলোর সঙ্গে অবশ্য পেপের কিছু কুকীর্তির কথাও থেকে যাবে রিয়ালের ইতিহাসে। ২০০৯ সালের এপ্রিলে গেটাফের বিরুদ্ধে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে লাথি মেরেছিলেন। যা নিয়ে সমলোচনার ঢেউ উঠেছিল। নিষিদ্ধ হয়েছিলেন ১০ ম্যাচের জন্য। ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লীগ সেমিফাইনালে বার্সিলোনার দানি আলভেজকে বাজে ট্যাকল করেও দেখেছিলেন লাল কার্ড। রিয়ালের সমর্থকরা অবশ্য পেপেকে দীর্ঘদিন স্মরণ করবেন সার্জিও রামোসের সঙ্গে তার দারুণ জুটির জন্য।
×