ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জোকোভিচ-ফেদেরার দ্বিতীয় পর্বে

প্রকাশিত: ০৬:৫১, ৬ জুলাই ২০১৭

জোকোভিচ-ফেদেরার দ্বিতীয় পর্বে

স্পোর্টস রিপোর্টার ॥ উইম্বলডনের পুরুষ এককে এবার ফেবারিটদের তালিকায় রয়েছেন নোভাক জোকোভিচ এবং রজার ফেদেরার। জয় দিয়েই মিশন শুরু করেছেন বিশ্ব টেনিসের এ দুই তারকা। এছাড়াও দারুণ জয়ে প্রথম রাউন্ডের বাঁধা পেরিয়েছেন মিলোস রাওনিক, গ্রিগর দিমিত্রোভ, জন ইসনার, ডেভিড ফেরার, ডোমিনিক থিয়েম, টমাস বার্দিচ, গায়েল মনফিলস এবং জুয়ান মার্টিন দেল পোত্রো। মঙ্গলবার নিজের প্রথম ম্যাচে নোভাক জোকোভিচ মুখোমুখি হয়েছিলেন সেøাভাকিয়ার অখ্যাত খেলোয়াড় মার্টিন ক্লিজানের। প্রথম সেটে জোকোভিচ ৬-৩ সেটে জিতে এগিয়ে যান। দ্বিতীয় সেটের ব্যবধান যখন ২-০ ঠিক তখনই রিটায়ার্ড নেন মার্টিন ক্লিজান। এর ফলে অনায়াসেই দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন উইম্বলডনের দ্বিতীয় বাছাই। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনবারের উইম্বলডনজয়ী নোভাক জোকোভিচ বলেন, ‘তাকে দেখলাম সমস্যা নিয়েই কোর্টে হাটতে। তবে আমি শুধু আমার খেলাতেই সব মনোযোগ রেখেছিলাম এবং খুব ভাল সার্ভিস করছিলাম। যখন দেখলাম সমস্যা তখনই বিরতি নেই।’ গত অর্ধযুগেরও বেশি সময় ধরে টেনিস বিশ্বে যে কজন খেলোয়াড় আলো ছড়াচ্ছেন তাদের মধ্যে নোভাক জোকোভিচ অন্যতম। কিন্তু এ মৌসুমে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এ সার্বিয়ান তারকা। তাই গত বছরের ফ্রেঞ্চ ওপেনের পর প্রথম গ্র্যান্ডসøাম জয়ের খোঁজে রয়েছেন জোকোভিচ। পারবেন কী বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এ তারকা? তবে সেই তুলনায় রজার ফেদেরার যেন দারুণ আত্মবিশ্বাস নিয়েই এবার কোর্টে নেমেছেন। যদিও বা জয়টা নোভাক জোকোভিচের মতোই প্রতিপক্ষ দ্বিতীয় সেটেই রিটায়ার্ড নেন। তার প্রতিপক্ষ ছিলেন ইউক্রেনের আলেকসান্দর ডোলগোপোলভ। শেষ পর্যন্ত ফেড এক্সপ্রেস ৬-৩ এবং ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার সৌজন্যে পরের রাউন্ডের টিকেট কাটেন। ইনজুরির কারণে বেশকিছুটা সময় কোর্টের বাইরে ছিটকে পড়েছিলেন রজার ফেদেরার। কিন্তু চলতি মৌসুমেই যেন দুর্দান্তভাবে কোর্টে ফিরেন তিনি। শুরুটা করেন মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জিতে। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী বন্ধু রাফায়েল নাদালকে পরাজিত করে। ফেদেরারের এটা রেকর্ড ৭০তম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে অংশ নেওয়া। তবে ২০১২ সালের পর আর কখনোই উইম্বলডনের শিরোপা জিততে পারেননি তিনি। তার সামনে এবার রেকর্ড অষ্টম শিরোপা জয়ের হাতছানি। তবে শিরোপা জয় নয় ফেদেরার সন্তুষ্ট সুস্থ থেকে টুর্নামেন্টে অংশ নিতে পেরেই। এ বিষয়ে ১৮টি গ্র্যান্ডসøামের মালিক নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘প্রত্যেকেই চায় উইম্বলডন জয়ের সুযোগ। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তবে এখানে সুস্থ থেকে অংশ নিতে পেরে ইতোমধ্যেই স্বপ্নপূরণ হয়ে গেছে। এখন দেখা যাক কতদূর যেতে পারি আমি।’
×