ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কমনওয়েলথ দাবায় রাকিব-নিয়াজের শুভসূচনা

প্রকাশিত: ০৬:৫১, ৬ জুলাই ২০১৭

কমনওয়েলথ দাবায় রাকিব-নিয়াজের শুভসূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠানরত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদেমাস্টার তৈয়বুর রহমান ২ খেলায় দেড় পয়েন্ট করে এবং প্রথম রাউন্ডের খেলায় জয় পেয়ে শুভসূচনা করেছেন। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ও হানিফ মোল্লা এক পয়েন্ট করে ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ আধা পয়েন্ট পেয়েছেন। অপরদিকে বয়সভিত্তিক ক্যাটাগরি ইভেন্টে অনুর্ধ-১৪ ওপেন গ্রুপে ফিদেমাস্টার ফাহাদ রহমান আড়াই পয়েন্ট নিয়ে ৫ জনের সঙ্গে দ্বিতীয় স্থানে ও বালিকা অনুর্ধ-১২ গ্রুপে জান্নাতুল ফেরদৌস ৩ খেলায় আড়াই পয়েন্ট নিয়ে অন্য ৩ জনের সঙ্গে মিলিতভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে। নাইম হক, তাহসিন তাজওয়ার জিয়া ও নোশিন আঞ্জুম ২ পয়েন্ট করে, সাজিদুল হক ও কাজী জেরিন তাসমিন দেড় পয়েন্ট করে, প্রতিভা তালুকদার, অনতা চৌধুরী ও সৈয়দ রিদওয়ান এক পয়েন্ট করে পেয়েছেন। ওপেন গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলায় রাকিব ভারতের নায়েক রাজেশের সঙ্গে, নিয়াজ ভারতের জোসি গোবিন্দ বালাবের সঙ্গে, তৈয়ব ভারতের আন্তর্জাতিক মহিলা মাস্টার গাগারে সালমানির সঙ্গে ও রানী হামিদ ভারতের ভোমমিকি মওনিকা আকসায়ার সঙ্গে ড্র করেন। জিয়া ভারতের অভিরামা শ্রীনিথিকে, রাজীব দক্ষিণ আফ্রিকার ক্লেভানস্কি এ্যারনকে ও হানিফ ভারতের লক্সায়া এরোরাকে হারান। লিজা ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার সোওমিয়া সোয়ামিনাথনের কাছে ও শিরিন ভারতের সোহাম কামোত্রার কাছে হেরে যান। বয়সভিত্তিক ক্যাটাগরির খেলায় ফাহাদ ভারতের ভরানদেশ পারেখের সঙ্গে, জান্নাত ভারতের সালভিকার সঙ্গে, নাইম ভারতের সিয়াম কুমারের সঙ্গে ড্র করেন।
×