ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ-ভারত ফয়সালার শেষ ওয়ানডে আজ

প্রকাশিত: ০৬:৫০, ৬ জুলাই ২০১৭

ওয়েস্ট ইন্ডিজ-ভারত ফয়সালার শেষ ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ যে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে পারেনি, যারা সহযোগী সদস্য আফগানিস্তানের কাছে হারে, সেই তাদের বিপক্ষে ভারতকে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে, সেটি বোধহয় অনেকেই ভাবেননি। প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পর টানা দুই জয়ে ঠিকই এগিয়ে গিয়েছিল বিরাট কোহলির দল। তবে এন্টিগায় ব্যাটিং ভরাডুবির চতুর্থ ম্যাচে হেরে বসে মোড়লরা। ২-১এ এগিয়ে থেকে একই ভেন্যুতে আজ সিরিজ নির্ধারণী ম্যাচে তাই ফেবারিট ভারতই উল্টো চাপে। অন্যদিকে দুর্দান্ত জয়ের সুখস্মৃতি নিয়ে সমতায় শেষ করতে আত্মবিশ্বাসী জেস হোল্ডারের উইন্ডিজ। পোর্ট অ স্পেন ও এ্যান্টিগায় ১০৫ ও ৯৩ রানের বড় ব্যবধানে দাপুটে জয় পেয়েছিল কোহলিরা। কিন্তু চতুর্থ ম্যাচে ১৯০ রানের লক্ষ্যে নামা ভারত অলআউট হয় ১৭৮-এ, হার ১১ রানে। জ্যামাইকায় আজ সিরিজ নির্ধারণী লড়াইয়ের আগে ঘুরে ফিরে আলোচনায় ওই ম্যাচ। অজিঙ্কা রাহানের ৬০, ওয়ানডেতে ভারতীয় ইতিহাসের মন্থরতম ইনিংসের পথে মহেন্দ্র সিং ধোনির ১১৪ বলে ৫৪, শেষদিকে হারদিক পান্ডিয়ার (২১ বলে ২০) একক প্রচেষ্টা ছাড়া বিশ্বসেরা ব্যাটিং লাইনের বাকি সবাই চরম ব্যর্থ। যেমনটা ঘটেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে লজ্জার হারে শিরোপা খুইয়েছিল ভারত। অধিনায়ক কোহলি তাই স্পষ্ট করে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে বলেছেন। ৩১ বলে দরকার ছিল ২৯ রান। যে সময় হারদিক আউট হয়ে ফেরেন প্যাভেলিয়নে। ‘আমি আর ধোনি আত্মবিশ্বাসী ছিলাম ১৯০ রানের টার্গেট পেরিয়ে যেতে পারব। আমরা ভেবেছিলাম আগে লক্ষ্য ক্রিজে টিকে থাকা। তারপর রান করা। ২৯ বলে ৩১ রানের লক্ষ্যে আমরা ব্যাট করেছি। কিন্তু এদিন আমরা ফিনিশ করতে পারিনি। আমি দলের হয়ে ম্যাচ শেষ করতে চেয়েছিলাম। কিন্তু সেটা পারিনি। এটা একটা শিক্ষা।’ বলেন তিনি। ধোনিকে বলা হয় আধুনিক ভারতের অন্যতম সফল ফিনিশার। ইদানীং একই ভূমিকায় ভাল করছেন হারদিক। নিজের ক্রিকেট জীবনের চলা নিয়ে খুশি তরুণ এই অলরাউন্ডার, ‘ব্যাটে-বলে আমি যা করছি তাতে আমার কোন হতাশা নেই। আর এটাও নিশ্চিত করেছেন যে কোন পরিস্থিতিতে তিনি খেলতে তৈরি।’ নিজেকে একজন অলরাউন্ডার হিসেবে দেখতে চান। বড় ছক্কার জন্য ভারতীয় ক্রিকেটে তার নাম রয়েছে। বেশ কিছু ম্যাচ উইনিং ইনিংসও রয়েছে তার দখলে। বিরাট কোহালির সাহচর্যে কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখেছেন বলেও দাবি করেন হারদিক, ‘বিরাট আমাকে অনেক সাহায্য করেছে। আমার মনে আছে, ইংল্যান্ডের বিরুদ্ধে আমি ম্যাচ শেষ করেছিলাম। ৪৩ বলে ৪০ রানের ইনিংস ছিল। সেদিন বিরাট আমাকে বলেছিল এই ইনিংসের পুনরাবৃত্তি চাই।’ আগের ম্যাচে ভারত মূলত হোল্ডারের পেস-আগুনেই পুড়ে ছাই হয়েছিল। ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন উইন্ডিজ অধিনায়ক। দুটি আরেক পেসার আলজারি জোসেফের। আজ শেষ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ সমতায় শেষ করতে আত্মবিম্বাসী ক্যারিবীয় সেনাপতি বলেন, ‘আগের ম্যাচে আমাদের বোলিং ছিল অসাধারণ। সেটা ধরে রাখতে হবে। তবে ভারতের মতো শক্তিশালী দলকে হারাতে হলে ব্যাটসম্যানদেরও ভাল করতে হবে। শেষ ম্যাচ জিতে সিরিজ সমতায় শেষ করতে আত্মবিশ্বাসী আমরা।’ ওয়ানডে শেষে দু’দল একটি টি২০ খেলবে।
×