ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে শুরু ওজনিয়াকি-কারবারের

প্রকাশিত: ০৬:৪৯, ৬ জুলাই ২০১৭

জয় দিয়ে শুরু ওজনিয়াকি-কারবারের

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়েই উইম্বলডনের মিশন শুরু করেছেন এ্যাঞ্জেলিক কারবার, লুসি সাফারোভা, গারবিন মুগুরুজা, এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, ক্যারোলিন পিসকোভা এবং ক্যারোলিন ওজনিয়াকির মতো তারকারা। তবে দ্বিতীয়দিনেই মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন জেলেনা জাঙ্কোভিচ, কিকি বার্টেন্স, সারা ইরানি এবং রিও অলিম্পিকে স্বর্ণপদক জয়ী মনিকা পুইগ। গত মৌসুমেই টেনিস বিশ্বের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন এ্যাঞ্জেলিক কারবার। অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জয়ের পাশাপাশি উইম্বলডনের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু চলতি মৌসুমে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি জার্মান টেনিসের এই প্রতিভাবান তারকা। বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান খেলোয়াড় হওয়া সত্ত্বেও এই মৌসুমে এখন পর্যন্ত কোন শিরোপাই জিততে পারেননি এ্যাঞ্জেলিক কারবার। ফ্রেঞ্চ ওপেনে তো বিদায় নেন টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই, যা খুবই হতাশার। তবে জার্মান তারকা মৌসুমের তৃতীয় মেজর টুর্নামেন্ট উইম্বলডনে অবশ্য জয় দিয়েই মিশন শুরু করেছেন। মঙ্গলবার প্রথম রাউন্ডের ম্যাচে তিনি ৬-৪ এবং ৬-৪ সেটে হারান ইরিনা ফ্যালকোনিকে। আমেরিকান টেনিস তারকাকে হারাতে কারবার সময় নেন ৮৭ মিনিট। সেন্টার কোর্টে তাদের লড়াই উপভোগ করেছেন ভক্ত-অনুরাগীরা। ম্যাচ শেষে সন্তুষ্ট কারবার নিজেও। বিশেষ করে এক বছর পর উইম্বলডনে ফিরেই উচ্ছ্বসিত জার্মান তারকা। এ প্রসঙ্গে এ্যাঞ্জেলিক কারবার তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘সব স্মৃতিই জেগে উঠছে। গত বছরে যা হয়েছে তা সত্যিই বিস্ময়কর। এখানে আবারও এসে আমি খুবই আনন্দিত। তবে এই বছরটা সম্পূর্ণরূপেই ভিন্ন। তারপরও প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করে আমি খুবই খুশি।’ জার্মান তারকার দ্বিতীয় পর্বে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন বেলজিয়ামের ক্রিস্টেন ফ্লিপকেন্সকে। এদিকে ক্যারিয়ারের বাজে সময় পার করছেন ক্যারোলিন ওজনিয়াকিও। ড্যানিশ এই টেনিস তারকা গত এক দশকেরও বেশি সময় ধরে কোর্টে লড়াই করে যাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্য তার। এখন পর্যন্ত মেজর কোন শিরোপাই যোগ করতে পারেননি তার নামের পাশে। তবে উইম্বলডনে জয় দিয়েই যাত্রা শুরু করেছেন তিনি। মঙ্গলবার দ্বিতীয়দিনে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচে তিনি ৬-৪, ৪-৬ এবং ৬-১ সেটে পরাজিত করেন হাঙ্গেরির টিমিয়া বাবোসকে। প্রতিপক্ষকে হারাতে তার এদিন সময় লাগে ১ ঘণ্টা ৪২ মিনিট। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা বলেন, ‘প্রতিটি পয়েন্টের জন্যই আমি লড়াই করেছি। আমি মনে করি ভাল অবস্থানেই আছি তবে প্রথম রাউন্ডের ম্যাচ সবসময়ই একটু কঠিন। তাছাড়া প্রতিপক্ষ হিসেবে সে খুবই ভাল খেলেছে। তার বিপক্ষে জয় ছিনিয়ে আনতে আমাকেও রীতিমতো বেগ পেতে হয়েছে।’ এরপর সেন্টার কোর্ট প্রসঙ্গে ওজনিয়াকি আরও বলেন, ‘সেন্টার কোর্টে খেলতে আমি সবসময়ই ভালবাসি। এখানে এসে খেলার অনুভূতিটা আমার কাছে সবসময়ই একটু বিশেষ। ঘাসের কোর্টে খেলতে আমি খুব পছন্দ করি যে কারণেই উইম্বলডনকে ভালবাসি। এখানে জয় দিয়ে শুরু করতে পেরে আমি খুশি, আশাকরি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’ পরের ম্যাচে ক্যারোলিন ওজনিয়াকির প্রতিপক্ষ বুলগেরিয়ার খেলোয়াড় সভেতানা পিরনকোভা। প্রথম রাউন্ডের ম্যাচে যিনি ইতালির সারা ইরানিকে হারিয়ে রীতিমতো চমকে দিয়েছেন। মৌসুমের তৃতীয় মেজর টুর্নামেন্টের প্রথম রাউন্ডে জয়ের স্বাদ পেয়েছেন লুসি সাফারোভাও। চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা ৬-২, ৬-২ সেটে হারান ফ্রান্সের ওসিয়ান দোদিনকে। স্পেনের টেনিস তারকা গারবিন মুগুরুজা ৬-২, ৬-৪ সেটে পরাজিত করেন রাশিয়ার একাটেরিনা আলেক্সান্দ্রোভাকে। পোল্যান্ডের নবম বাছাই এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা জয় তুলে নেন সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচকে। চেক প্রজাতন্ত্রের ফেবারিট ক্যারোলিনা পিসকোভা প্রথম রাউন্ডের ম্যাচে ৬-১ ও ৬-৪ সেটে পরাজিত করেন রাশিয়ার ইভজেনিয়া রোদিনাকে।
×