ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২০২১ সাল পর্যন্ত থাকছেন ন্যুকাম্পে, রিয়াল ছাড়ার কথাই বলেননি রোনাল্ডো

অবশেষে বার্সিলোনার সঙ্গে নতুন চুক্তি মেসির

প্রকাশিত: ০৬:৪৭, ৬ জুলাই ২০১৭

অবশেষে বার্সিলোনার সঙ্গে নতুন চুক্তি মেসির

স্পোর্টস রিপোর্টার ॥ সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি বার্সিলোনায় থাকবেন এটা নিয়ে খুব একটা সংশয় ছিল না। তবু গত কয়েক মাসে সংবাদ মাধ্যমে যে খবর এসেছে তাতে বার্সাভক্তদের মনের কোণে ছিল দুশ্চিন্তা। যদি সত্যিই নুক্যাম্প ছেড়ে যান মেসি! সেটা আর হচ্ছে না। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। বুধবার সব সন্দেহ কিংবা সংশয় দূর করে দিয়েছে কাতালান ক্লাবটি। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে তারা জানিয়ে দিয়েছে, ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের ইতিহাসের সেরা তারকা মেসি তাদের তাঁবুতেই থাকছেন। কয়েকদিনের মধ্যেই দুইপক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হবে। মেসির বর্তমান যুক্তি ২০১৮ সালে শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও নবায়ন ঝুলে ছিল। নতুন চুক্তিতে আরও তিন বছর বার্সিলোনায় থাকতে যাচ্ছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। শৈশবের বান্ধবী এ্যান্টোনেল্লা রোকুজ্জোকে বিয়ের পর এখন হানিমুনে আছেন মেসি। প্রাক-মৌসুমের অনুশীলনের জন্য স্পেনে ফিরলেই তিনি চুক্তিতে স্বাক্ষর করবেন। এতদিন চুক্তিটা ঝুলে থাকার নানা কারণ ছিল। তবে আসল কারণটা ছিলেন স্বয়ং মেসি। বার্সার সঙ্গে তার বর্তমান চুক্তি শেষ হবে আগামী মৌসুমের শেষে। ক্লাব অনেক আগেই তাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়ে রেখেছিল। কিন্তু মেসি সেই চুক্তি স্বাক্ষর করতে সময় নিচ্ছিলেন। বেতনভাতা আর স্প্যানিশ কর কর্তৃপক্ষ মিলিয়ে একটু শঙ্কা জেগেছিল মেসির চুক্তি নিয়ে। অবশেষে সব শঙ্কা উড়ে গিয়ে নতুন সূর্যোদয় হলো। বিবৃতিতে বার্সিলোনা জানিয়েছে, ‘ক্লাব খুব আনন্দের সঙ্গে জানাচ্ছে, ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি চুক্তি নবায়ন করেছে। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে থাকার চুক্তি করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। মেসি পেশাদার ফুটবলের পুরো ক্যারিয়ার বার্সায় কাটিয়েছেন। এখানে অবিশ্বাস্য সাফল্য ভরা একটা যুগ সৃষ্টি করেছেন যা বিশ্ব এর আগে কখনই দেখেনি।’ চূড়ান্ত হলেও চুক্তিটি এখনও মৌখিক পর্যায়ে আছে। ক্লাবের বিবৃতিতেই বলা হয়েছে, প্রাক-মৌসুম প্রস্তুতিতে মেসি বার্সিলোনায় ফেরার পরই কাগজে-কলমে চুক্তি স্বাক্ষর হবে। ২০০৪ সালে সিনিয়র দলে অভিষেক হওয়ার পর পুরো ক্যারিয়ারটাই বার্সিলোনায় কাটিয়েছেন মেসি। ক্লাবটির হয়ে লা লিগার আটটি ও চ্যাম্পিয়ন্স লীগের চারটি শিরোপাসহ জিতেছেন মোট ২৯টি ট্রফি। গত মৌসুমে ক্লাবের হয়ে ৫২ ম্যাচে করেছেন ৫৪ গোল। সবমিলিয়ে বার্সিলোনার জার্সিতে করেছেন রেকর্ড ৫০৭টি গোল। এদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও রিয়াল মাদ্রিদে থাকা নিয়ে গুঞ্জন আছে। পর্তুগীজ সুপারস্টার বিভিন্ন কারণে ত্যক্ত-বিরক্ত হয়েছেন। ক্লাব ছাড়াও হুমকি দিয়েছেন। কর ফাঁকির অভিযোগ ওঠার পরই এ গুঞ্জন, স্পেনে না খেলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন পর্তুগীজ তারকা। এ ঘটনায় গত কয়েক দিনে নানা কথা ছড়ালেও স্বয়ং সি আর সেভেন ছিলেন চুপ। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম নতুন খবর জানিয়েছে। তাদের মতে রোনাল্ডো নাকি কখনই রিয়াল ছাড়ার কথা বলেননি। গত মাসে ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ উঠেছে পর্তুগীজ অধিনায়কের বিরুদ্ধে। এরপরই নাকি রিয়াল ছাড়ার চিন্তা-ভাবনা শুরু করেন তিনি। তবে স্পেনের এক পত্রিকা জানাচ্ছে রোনাল্ডো নাকি বলেছেন, কখনও বলিনি রিয়াল মাদ্রিদ ছাড়ব। সতীর্থদের সঙ্গে একটা ডিনারে গিয়ে বলেছিলাম, আমার উপদেষ্টা ও আইনজীবীদের পরামর্শ অনুযায়ী ইংল্যান্ড ও স্পেনে করের সব শর্ত মানার পরও আমার সঙ্গে যা হয়েছে তাতে ব্যথিত। বাজে আচরণ ও হয়রানি করা হয়েছে আমাকে। কিন্তু গত কয়েকদিনে যেসব খবর বেরিয়েছে রোনাল্ডো কেন তা অস্বীকার করেননি? ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজকে তার ব্যাখ্যা অবশ্য দিয়েছেন। বলেছেন, যা প্রকাশ করা হয়েছে কোন কিছু অস্বীকার করিনি। সংবাদ মাধ্যমের খেলায় জড়াতে চাইনি। এমনকি আমার পরিবার কিংবা ব্যক্তিগত বিষয়ে বাজে খবর প্রকাশের পরও এ নিয়ে কথা বলিনি। যে মনে করছে সভাপতির কাছে গিয়েছি চুক্তি নিয়ে কথা বলতে, সে আমাকে জানেই না। আমি কখনও এটা করিনি।
×