ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব

অর্ডের দল ৩২ থেকে ২৩-এ চূড়ান্ত হচ্ছে শুক্রবার

প্রকাশিত: ০৬:৪৬, ৬ জুলাই ২০১৭

অর্ডের দল ৩২ থেকে ২৩-এ চূড়ান্ত হচ্ছে শুক্রবার

স্পোর্টস রিপোর্টার ॥ চলছে জোর অনুশীলন। ঝরছে ঘাম। নিজেকে প্রমাণের পরীক্ষা চলছে রোজ দু’বেলা করে। আর এ কাজে ব্যস্ত ৩২ যুবা ফুটবলার। হাতে আর আছে মাত্র চব্বিশ ঘণ্টা। এর মধ্যেই ছিটকে যাবেন আরও নয়জন। তারপরই ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন এ্যান্ড্রু অর্ড। এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বকে সামনে রেখে সাভারের জিরানির বিকেএসপিতে প্রায় একমাস ধরে চলছে বাংলাদেশ অনুর্ধ-২৩ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। এর আগে ক্যাম্প ছিল ৫৪ জনের। তা কেটেছেঁটে ৩২ জনে নামিয়ে আনা হয়। এরপর ফিলিস্তিনে যাওয়ার আগে তা আরও ছোট করে ২৩-এ নামিয়ে আনার কথা শুক্রবার। এএফসির টুর্নামেন্টে অংশ নেয়ার আগে মোট চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে অর্ডবাহিনী। এর ধারাবাহিকতায় কাল শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা আবাহনী লিমিটেডের সঙ্গে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে যুবারা। একটি সূত্র থেকে জানা গেছে এই ম্যাচ দেখেই ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করতে পারেন অর্ড। এর আগে যুব দল মঙ্গলবার তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে। প্রতিপক্ষ ছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগের নবাগত ক্লাব সাইফ স্পোর্টি ক্লাব। বিকেএসপিতে অনুষ্ঠিত ৬০ মিনিটের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। যুবারা স্থানীয় দুই দল ছাড়াও দুটি বিদেশী দলের সঙ্গেও প্রস্তুতি ম্যাচ খেলবে। তারা আগামী ১১ জুলাই কাঠমান্ডুতে নেপাল অনুর্ধ-২৩ দল এবং ঢাকায় ১৪ জুলাই শ্রীলঙ্কা বিমানবাহিনী দলের বিপক্ষে খেলবে। নেপালে বাংলাদেশ দলের নিজেদের খরচেই যাওয়ার কথা জানা গেছে একটি সূত্রে। তবে সেখানকার স্থানীয় সুযোগ-সুবিধা দেবে নেপাল ফুটবল ফেডারেশন। আর লঙ্কান দলও ঢাকায় আসবে নিজেদের খরচে। আগামী ১৯-২৩ জুলাই ফিলিস্তিনে অনুষ্ঠিত হবে এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ‘ই’ গ্রুপের খেলা। যেখানে বাংলাদেশের গ্রুপে আছে জর্দান, তাজিকিস্তান আর স্বাগতিক ফিলিস্তিন। এএফসির এই বাছাই হচ্ছে বিভিন্ন দেশে। ১০টি গ্রুপে ৪০ দেশ লড়াই করছে। আগামী বছর চীনে হবে চূড়ান্ত পর্ব। গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো চূড়ান্তপর্বে উঠবে। সঙ্গে ৫টি সেরা রানার্সআপ দলও উঠবে। নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচ দেখে নিজের দল নিয়ে এখনও পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি অস্ট্রেলিয়ান কোচ অর্ড। কেননা বেশিরভাগ স্ট্রাইকারই এখনও অসুস্থ এবং চোটগ্রস্ত। ফলে ফরোয়ার্ড পজিশন নিয়ে তার দুশ্চিন্তা রয়েই গেছে। যদিও ডিফেন্স আর মিডফিল্ড নিয়ে মোটামুটি সন্তুষ্টই, যদিও এই দুই পজিশনের উন্নতির হার খুবই ধীর। এদিকে তার হাতে সময়ও আর খুব বেশি নেই। এর আগে বাফুফে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে যোগাযোগ করে জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার ফুটবল ফেডারেশনের সঙ্গে। কিন্তু কেউই খেলতে রাজি হয়নি। ঈদের পর আবারও ক্যাম্প শুরু হলে অসুস্থতা কাটিয়ে ক্যাম্পে ফিরেছেন হেমন্ত, জুয়েল রানা আর রুবেল মিয়া। শুরু থেকেই পুরো দলটাকে পাননি অর্ড। অসুস্থতা ও পারিবারিক কারণে ক্যাম্পে হাজির হতে পারেননি একাধিক ফুটবলার। বিশেষ করে এটাকিং মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ^াস, ফরোয়ার্ড রুবেল মিয়া ও জুয়েল রানাকে পাননি অস্ট্রেলিয়ান এ কোচ। অসুস্থতা আর ইনজুরির কারণে প্রথম থেকেই অনুশীলন ক্যাম্পে গরহাজির ছিলেন এই তিন ফুটবলার। অতীতে বারবার দেখা গেছেÑ সিনিয়র দল ঘোষণা, ক্যাম্প শুরু এবং প্রস্তুতি... সবমিলিয়ে কোনবারই মাসখানেকও সময় পাওয়া যায় না। এখন একই অবস্থা হয়েছে অ-২৩ দলের বেলাতেও। এ নিয়ে ফুটবলামোদীদের প্রশ্নÑ এই বৃত্ত থেকে কেন বের হতে পারছে না বাফুফে?
×