ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গসিব

প্রকাশিত: ০৬:৩৮, ৬ জুলাই ২০১৭

গসিব

ডোনাল্ড ট্রাম্পের ডেটিং প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন সালমা হায়েক মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মুখের ওপর ফিরিয়ে দিলেন যে সুন্দরী তার নাম সালমা হায়েক। একের পর এক নারীরা অভিযোগ বানে যখন ট্রাম্পকে জর্জরিত করে ফেলছে তখন অপর এক নারী সালমা হায়েক ট্রাম্পকে প্রায় ধরাশায়ী করে দিলেন মুখ খুলে। হলিউডে থাকাকালীন ট্রাম্প সালমা হয়েককে পটানোর চেষ্টা করেছিলেন বলে দাবি করেন তিনি। মেক্সিকান-লেবানিজ অভিনেত্রী সালমা হায়েক সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এক বিস্ময়কর তথ্য দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প সালমা হায়েককে ডেটিং প্রস্তাব করেছিলেন। কিন্তু সালমা হায়েক সাফ জানিয়ে দিয়েছেন যে তার বয়ফ্রেন্ড রয়েছে। তবে ট্রাম্পের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় বেশ বিপাকে পড়েছিলেন এই অভিনেত্রী। এক অনুষ্ঠানে সালমাকে যথেষ্ট প্রাধান্য দেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমে কিছুটা দূরত্ব বজায় রাখলেও পরে ফোন করে সরাসরি নাকি ডেটিংয়ের প্রস্তাব দেয়া হয় সালমাকে। সালমার কথা অনুযায়ী, এক অনুষ্ঠানে সালমা এবং তার বয়ফ্রেন্ডের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দেখা হয়, যেখানে তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেন ট্রম্প। তাদের আমন্ত্রণ জানান, নেন ফোন নম্বরও। তবে এরপর সালমার বয়ফ্রেন্ডের সঙ্গে কোন কথা বলেননি, কিন্তু সালমাকে ফোন করে দেখা করার কথা বলেন তিনি। তখনই নিজের বয়ফ্রেন্ডের প্রসঙ্গ তুলে আনেন সালমা। যখন সালমা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তখন প্রতিশোধ হিসেবে ট্রাম্প ট্যাবলয়েড পত্রিকা “ন্যাশনাল এনকোয়ার”-এ অভিনেত্রীর বিরুদ্ধে একটি নিবন্ধ ছেপে দেন। গায়িকা হিসেবে আবির্ভূত হচ্ছেন ঐশ্বরিয়া বলিউডের সুপার স্টার সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, পরিণীতি চোপড়ার পর এবার গায়িকা হিসেবে আবির্ভাব হওয়ার পথে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এই সাবেক মিস ওয়ার্ল্ডকে দেখা যাবে রাকেশ ওমপ্রকাশ মেহরার পরবর্তী ছবি “ফ্যানি খান”-এ। নায়িকা হিসেবে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তবে দীর্ঘদিনের ক্যারিয়ারে গায়িকা হিসেবে এখনও আত্মপ্রকাশ ঘটেনি তার। এবার তিনি কণ্ঠে সুর তুলবেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, প্রায় ১৭ বছর পর জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন ঐশ্বরিয়া ও অনিল কাপুর। আর এই সিনেমাতে গান গাইবেন ঐশ্বরিয়া। তবে ঐশ্বরিয়া এ বিষয়ে এখনও মুখ খোলেননি। ‘ফ্যানি খান’-এর সহ-প্রযোজক প্রেরণা অরোরা সাংবাদিকদের বলেন, “আমাদের সিনেমাটিতে ঐশ্বরিয়াকে নেয়া ছাড়া অন্য কোন বিকল্প নেই। তাকে দিয়ে অন্তত একটি গান গাওয়ানো হতে পারে।” ঐশ্বরিয়াকে একজন “অলরাউন্ডার” হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “আসুন, আমরা গায়িকা হিসেবে ঐশ্বরিয়ার অভিষেক হওয়ার প্রতীক্ষা করি। আশা করি, তিনি এ কাজটাও সফলতার সঙ্গে করতে পারবেন। যদি তিনি এই প্রস্তাবটা গ্রহণ করেন।” জ্যাকলিনের ৭০ ঘণ্টার বেশি নাচের মহড়া! অল্প সময়ের মধ্যেই আলোচনায় আসতে পেরেছেন তিনি। বলিউডের সুন্দরীদের তালিকায় তার নাম শীর্ষস্থানে। অভিনয়ে খুব একটা বাজিমাত করতে না পারলেও রূপে হার মানান অনেক প্রথম সারির অভিনেত্রীদের। তিনি শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ। আপাতত বরুণ ধাওয়ানের সঙ্গে তার পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। কিন্তু তার মাঝেই কিছুটা উষ্ণতার পারদ বাড়িয়ে দিলেন এই অভিনেত্রী, যা নজর কাড়ল সোশ্যাল সাইটে। যদিও ‘জুড়ুয়া টু’ মুক্তি পেতে এখনও অনেক দেরি। তার আগেই ফ্যানদের জন্য স্পেশাল ট্রিট হিসেবে জ্যাকলিন পোস্ট করলেন টপলেস ফটো! কিন্তু নতুন খবর হলো যে, ‘জুড়ুয়া টু’ ছবির গানে নাচার জন্য ৭০ ঘণ্টা শুধু মহড়াই করেছেন জ্যাকলিন। রিমেকে নতুন মাত্রা দিতে পুরনো ছবির দুটি জনপ্রিয় গান নতুনভাবে দেখা যাবে। ‘জুড়ুয়া টু’তে ‘টান টানা টান’ আর ‘উচি হ্যায় বিল্ডিং’–এর কোরিওগ্রাফি করছেন গণেশ আচার্য। ঠিক এই গান দুটির মহড়া নিখুঁতভাবে করতে জ্যাকুলিন ৭০ ঘণ্টা খেটেছেন। জনপ্রিয় এই গানটি নতুনভাবে উপস্থাপন করা জ্যাকলিনের কাছে এক প্রকার চ্যালেঞ্জ। ‘জুড়ুয়া টু’-এর একটি গানে স্টেপ তোলার জন্য নাকি ৭০ ঘণ্টারও বেশি রিহার্সাল করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। স্টেপটি যথাযথ না হওয়া পর্যন্ত বার বার টেকও দিয়েছেন জ্যাকলিন। শেষ পর্যন্ত ‘পারফেক্ট’ শট হওয়ার পর দেখা যায়, প্রায় দু’দিন ধরে একটানা সেই স্টেপটি মহড়া করেছেন জ্যাকলিন। জ্যাকলিন জানান, ‘নাচের মহড়া আর শুটিংয়ের সময় পুরনো গানগুলোর নতুন ভার্সনকে আমরা একদম নবজাতকের মতো গুরুত্ব দিয়েছি। একটু যদি অমনোযোগী হতাম, তাহলেই সব শ্রম নষ্ট হয়ে যেত আমাদের। এ্যাডেলের দুটি কনসার্ট বাতিল এ্যাডেল , যে গান তাকে বাঁচিয়ে রাখে, যে সুরেলা গলার জন্য তিনি আজ বিখ্যাত তার কণ্ঠনালীর সমস্যায় বেশ উদ্বিগ্ন তার ভক্তরা। শেষ পর্যন্ত ব্রিটিশ গায়িকা এ্যাডেল তার চলমান ওয়ার্ল্ড ট্যুরের শেষ দুটি কনসার্ট বাতিল করেছেন অথচ দুটি অনুষ্ঠানেরই সব টিকেট বিক্রি হয়ে গেছে! কিন্তু কণ্ঠস্বর খারাপ হয়ে পড়ায় এছাড়া তার আর পথও নেই। শুক্রবার (৩০ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি দীর্ঘ পোস্টে এ্যাডেলে তার কণ্ঠনালীর সমস্যার কথা জানান। তার কণ্ঠনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসক তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। শনিবার এবং রবিবার লন্ডনের ওয়েম্বলি ফুটবল স্টেডিয়ামে ১ লাখ ৮০ হাজার দর্শকের সামনে তার গান গাওয়ার কথা ছিল। পূর্ব নির্ধারিত শো দুটির সব টিকেট আগাম বিক্রি হয়ে গেছে। হঠাৎ করে কণ্ঠনালীর সমস্যার কারণে কনসার্ট বাতিল করায় ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেছেন এ্যাডেল। তিনি সঙ্গীত পরিবেশনের জন্য এতই মুখিয়ে ছিলেন যে, কনসার্টে ঠোঁট মেলানোর কথাও ভাবছিলেন! কিন্তু মন সায় দিচ্ছিল না। তার কথায়, ‘কখনও এ কাজটা করিনি। আগামীতেও শ্রোতাদের এভাবে ঠকাতে পারব না। তখন আর সত্যিকারের আমাকে খুঁজে পাওয়া যাবে না।’এদিকে বাতিল হওয়া কনসার্ট দুটির টিকেট যারা কিনেছেন, তাদের টাকা ফেরত দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এ্যাডেল। তবে গলার সমস্যা উতরে উঠতে পারলে কনসার্ট দুটির নতুন সময়সূচীও ঘোষণা করার ইচ্ছা আছে গ্র্যামিজয়ী এই গায়িকার।
×