ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদি আরবের কাতিফে পুলিশ নিহত

প্রকাশিত: ০৬:৩৫, ৬ জুলাই ২০১৭

সৌদি আরবের কাতিফে পুলিশ নিহত

সৌদি আরবের তেল সমৃদ্ধ ও শিয়া মুসলমান অধ্যুষিত পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফ শহরের আল-মুসাওয়ারা এলাকায় মঙ্গলবার সকালে সন্ত্রাসী হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও অপর তিনজন আহত হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। খবর সৌদি গেজেট অনলাইনের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-তুর্কি জানান, আওয়ামিয়ের পুরনো এলাকায় সেনাদের নিরাপত্তা টহল চলাকালে তাদের গাড়িতে ‘বিস্ফোরকপূর্ণ বস্তু’ সকাল সাতটার দিকে আঘাত করলে হতাহতের ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভাইস সার্জেন্ট আদেল ফালিহ আল-ওতাইবি নিহত ও অপর তিন নিরাপত্তাকর্মী আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-মাসোরা এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে ‘সন্ত্রাসী তৎপরতার’ ফলে হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ বিবৃতিটি প্রকাশ করেছে। বিবৃতিতে ঘটনাটিকে ‘সন্ত্রাসী অপরাধ’ হিসেবে উল্লেখ করা হলেও বিস্তারিত কিছু জানানো হয়নি। কাতিফ এলাকায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে কুয়েত ও বাহরাইন। গত মাসের খে একই এলাকায় টহল যানের পাশে এক বিস্ফোরণে পদস্থ এক পুলিশ কর্মকর্তা নিহত ও অপর দু’জন আহত হয়েছিল। মোদির নামে ফুল ইসরাইলের ক্রিসান্থামুন ফুলের নাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে নামকরণ করা হয়েছে। এখন থেকে ফুলটি মোদি ফুল হিসেবে পরিচিতি পাবে। ভারত স্বাধীন হওয়ার ৭০ বছর পর প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী ইসরাইল সফরে গেলে তার সফরকে বিশেষ স্মরণীয় করে রাখতে এই নামকরণ করা হয়। -এনডিটিভি হাতি রক্ষায় সেনা ... আফ্রিকার বিভিন্ন দেশের হাতিকে চোরা শিকারী ও পোচারদের হাত থেকে বাঁচাতে সেনা মোতায়েন করেছে ব্রিটেন। ইতোমধ্যে গ্যাবনে ১৬ জনের এক ব্রিটিশ সেনাদল কাজ শুরু করেছে। সেখানকার ৮০ জন বনরক্ষীকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে তারা। গ্যাবন ছাড়াও কেনিয়া, তাঞ্জানিয়া, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কংগো, রুয়ান্ডা ও ইথিওপিয়ায় গত পাঁচ বছর ধরে রেঞ্জার ও বনকর্মীদের প্রশিক্ষণে সহায়তা দিচ্ছে। -মিরর
×