ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্রেমলিনে পুতিন-শি বৈঠক

বিশ্ব শান্তির স্বার্থে রুশ-চীন দৃঢ় সম্পর্ক অপরিহার্য

প্রকাশিত: ০৬:৩৫, ৬ জুলাই ২০১৭

বিশ্ব শান্তির স্বার্থে রুশ-চীন দৃঢ় সম্পর্ক অপরিহার্য

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে মঙ্গলবার দেশ দুটির সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গিকার ব্যক্ত করেছেন। একটি সুন্দর বিশ্ব ব্যবস্থা গড়তে তারা পরস্পরকে আরও নিবিড় সহযোগিতার আশ্বান দেন। খবর সিনহুয়া অনলাইনের। দুই প্রেসিডেন্ট বেশকিছু দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে একমত হয়েছেন। শি জিনপিং বলেন, দুই দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে এটাই হবে ইতিহাসের সেরা সহযোগিতাপূর্ণ সম্পর্ক। ক্রেমলিনে পুতিনের সঙ্গে আলোচনায় শি বলেন, আমরা ভাল প্রতিবেশী, বন্ধু ও অংশীদার। সহযোগিতা বাড়াতে দ্বিপাক্ষিক সমন্বিত কৌশলগত অংশীদারত্ব হচ্ছে আমাদের দুই দেশে জনগণের আগ্রহের কেন্দ্রবিন্দু। এতে উন্নয়নের প্রাণশক্তি ও ব্যাপকতা বাড়বে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনের উত্থানপতনকেও ভালভাবে মোকাবেলা করা সম্ভব হবে। চীন-রাশিয়ার সম্পর্কের গতিময় ও স্থিতিশীল উন্নয়ন দেশ দুটির নিরাপত্তা অক্ষণ্ণ রাখতে সহায়তা করবে। এতে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি নতুন করে প্রাণশক্তি ফিরে পাবে। গত কয়েক বছরে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে চীনা নেতা কয়েক দফায় মতবিনিময় করেছেন। চীনা প্রেসিডেন্ট বলেন, আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতি চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ষষ্ঠবারের মতো রাশিয়া সফর করলেন শি জিনপিং। আর চলতি বছরে এটা দুই নেতার তৃতীয়বারের মতো সরাসরি সাক্ষাত। দুই দেশের মৌলিক স্বার্থের ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে পরস্পরকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন দুই নেতা। রুশ নেতৃত্বাধীন ইউরোপ-এশীয় অর্থনৈতিক ইউনিয়নের মতো চীনা প্রস্তাবিত বেল্ট এ্যান্ড রোড ইনিশিয়েটিভসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় আশয়ে ফলপ্রসূ সহযোগিতার আশ্বাস দেন রুশ প্রেসিডেন্ট। শি বলেন, আমাদের সহযোগিতার কোন শেষ নেই। তারা চীন-রাশিয়া চুক্তি বাস্তবায়নেরও অঙ্গিকার করেন। দুই দেশ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একমত হয়েছে। বৃহৎ প্রকল্পগুলো বাস্তবায়ন ত্বরান্বিত করারও ইঙ্গিত দেন। জ্বালানির ক্ষেত্রেও তারা কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গিকার করেন।
×