ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গরম হবে না...

প্রকাশিত: ০৬:১৩, ৬ জুলাই ২০১৭

গরম হবে না...

শীঘ্রই বাজারে আসছে ‘আসুস জেনফোন এআর’ ফোন। এই ফোনটিতে গুগলের ডেড্রিম এবং ট্যাংগো প্ল্যাটফর্ম সাপোর্ট করে। এর ক্যামেরায় এমন ধরনের সেনসর রয়েছে। যার ফলে মোশন পিকচার তোলা সম্ভব। দেখা গেছে, লম্বা সময় ফোন ব্যবহার করলে তা গরম হয়ে যায়। তবে নতুন এই ফোনটিতে রয়েছে কুলিং সিস্টেম। তাই সহজে গরম হবে না ফোনটি। এছাড়া নতুন ফোনটিতে রয়েছে আরও বেশ কিছু ফিচার। এর মধ্যে ৫.৭০ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন, কোয়াড-কোর প্রসেসর, ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ, ২৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও এ্যানড্রয়েড ৭.০। -টেকটাইমস
×