ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বৈদ্যুতিক বাস

প্রকাশিত: ০৬:১৩, ৬ জুলাই ২০১৭

বৈদ্যুতিক বাস

পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা তৈরির লক্ষ্যে ভারতের গুরগাওয়ে বৈদ্যুতিক বাস নামানোর ঘোষণা দিয়েছে দেশটির হারিয়ানা রাজ্য সরকার। প্রথম পর্যায়ে ৭৫-১০০টি বাস নামানো হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী কবিতা জৈন। পোল্যান্ডের পোজনান-এ জেবিএম সোলারিস ইলেক্ট্রিক ভেহিকলস লিমিটেড পরিদর্শনে ভারতের একটি দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাসগুলো দূষণমুক্ত এবং অনেক কার্বন নির্গমন কমায় বলে জানান তিনি। জাইন বলেন, সাধারণ বাসের তুলনায় ১০ বছরে প্রতিটি বৈদ্যুতিক বাস চার লাখ ২৫ হাজার লিটার ডিজেল খরচ কমাবে এবং ১১৫০ টন কার্বন নির্গমন কমাবে। এতে পরিবেশের উন্নয়নে সহায়তা হবে এবং নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা তৈরি হবে। বৈদ্যুতিক বাসগুলো শব্দ ও দূষণমুক্ত এবং এটি চালাতে কোন জীবাশ্ম জ্বালানির প্রয়োজন হয় না। প্রথম পর্যায়ে এটি গুরগাওয়ে চলবে বলেও জানিয়েছেন তিনি। ট্রাফিক কমানোর পাশাপাশি প্রতিদিন গড়ে ৫০ হাজার যাত্রীর জন্য আরও ভাল যাতায়াত ব্যবস্থা তৈরি করবে বাসগুলো। -আইএএনএস
×