ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দিনাজপুর জেলা প্রশাসককে হুমকি

প্রকাশিত: ০৬:১২, ৬ জুলাই ২০১৭

দিনাজপুর জেলা প্রশাসককে  হুমকি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর জেলা নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোটের আহ্বায়ক আবুল কালাম আজাদের বিরুদ্ধে জেলা প্রশাসককে দেখে নেয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মীর খায়রুল আলম এই অভিযোগ করেন। তিনি আরও জানান, এই ঘটনা মন্ত্রিপরিষদ বিভাগকে জানানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোটের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ ২৫-৩০ জন জেলা প্রশাসকের কক্ষে ঢুকেন। এ সময় তিনি যৌন নিপীড়নকারী ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুর বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিষয়ে অগ্রগতি সম্পর্কে জানতে চান। এক পর্যায়ে আবুল কালাম আজাদ জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সঙ্গে অসৌজন্যমূলক আচরন করেণ এবং তাকে ব্যক্তিগতভাবে দেখে নিবেন মর্মে হুমকি দেন। এ সময় তিনি জেলা প্রশাসকের টেবিলের গ্লাসে চপেটাঘাত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবেন বলে হুমকি দেন। জেলা প্রশাসক জানান, এ বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগকে জানানো হয়েছে এবং সেখান থেকে সিদ্ধান্ত আসলেই আবুল কালাম আজাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোটের আহ্বায়ক আবুল কালাম আজাদের সঙ্গে দুপুরে কথা বলা হলে তিনি জানান, বিষয়টি পরে জানানো হবে।
×