ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অধ্যাপক রাজীব হুমায়ুন আর নেই

প্রকাশিত: ০৬:১২, ৬ জুলাই ২০১৭

অধ্যাপক রাজীব হুমায়ুন আর নেই

স্টাফ রিপোর্টার ॥ ভাষাবিদ ও নজরুল গবেষক অধ্যাপক রাজীব হুমায়ুন আর নেই। মঙ্গলবার দিবাগত রাতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৭। পারিবারিক সূত্র জানায়, রাজধানীর এ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন রাত ২টা ৫ মিনিটে মৃত্যুবরন করেন তিনি। বুধবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর মিরপুরের কাজীপাড়ায় অনু্িষ্ঠত হয় দ্বিতীয় জানাজা। রাজীব হুমায়ুন ১৯৫০ সালে চট্টগ্রামের সন্দ্বীপে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পিএইচডি করেন তিনি। একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। পরে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তিনি বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন। পুরানো ঢাকার ভাষা নিয়ে বিশদ কাজ করেন রাজীব হুমায়ুন। তার এই কাজ বিপুল প্রশংসিত হয়। যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রেও ভূমিকা ছিল তার। তিনি মানবতাবিরোধী জামায়াত নেতা মীর কাশেমের মামলার অন্যতম সাক্ষী। তার বড় ভাই কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে একাত্তরে নির্মমভাবে খুন করা হয়। ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সেই ঘটনার সাক্ষী দেন তিনি। পাশাপাশি রাজীব হুমায়ুন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন। ১৯৭৮ সালে চট্টগ্রাম উদীচীর সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
×