ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনার ৭ রাজাকারের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন ৬ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৬:১২, ৬ জুলাই ২০১৭

খুলনার ৭ রাজাকারের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন ৬ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মু্িক্তযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার বটিয়াঘাটার সাত রাজাকারের বিরুদ্ধে অভিযোগের চূড়ান্ত প্রতিবেদন আগামী ৬ সেপ্টেম্বর দেয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ প্রদান করেছে। বুধবার এই মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মুখলেছুর রহমান বাদল এই মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে আরও দুই মাস সময়ের আবেদন করেন। পরে আদালত আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত দিন নির্ধারণ করে। খুলনার সাত আসামি হলো খুলনা বাগেরহাটের শহর আলী (৬৪), আশরাফ শেখ (৭৯), আমজাদ হোসের হাওলাদার (৭৪), মোজাহার আলী শেখ (৬৪), আতিয়ার শেখ ৬৯, মোতাছিম বিল্লাহ ৭৯, কামাল উদ্দিন গুলজার (৬৫)। এই মামলার অন্য আসামি নজরুল ইসলাম। তাকে এখনও গ্রেফতার করা হয়নি। এছাড়া এই মামলার এক আসামি আশরাফ শেখ (৭৯) কারাগারে মৃত্যুবরণ করায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মামলাটি পরিচালনা করছেন প্রসিকিউশন পক্ষে প্রসিকিউটর মুখলেছুর রহমান বাদল ও প্রসিকিউটর সাবিনা ইয়াছমিন খান মুন্নি। আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
×