ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফরহাদ মজহারকে অল্প সময়ে উদ্ধারে পুলিশ প্রশংসিত ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৩, ৬ জুলাই ২০১৭

ফরহাদ মজহারকে অল্প সময়ে উদ্ধারে পুলিশ প্রশংসিত ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার/নিজস্ব সংবাদদাতা, গাজীপুর ও টঙ্গী, ৫ জুলাই ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের পুলিশ বাহিনীকে ধন্যবাদ দেয়া উচিত। কারণ তারা কবি ও সাহিত্যিক ফরহাদ মজহারকে অক্ষত অবস্থায় দ্রুততম সময়ে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। অতি দ্রুততম সময়ে আমরা জঙ্গীবাদ নির্মুল করতে না পারলেও দমন করতে পেরেছি। আর এর জন্য আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সজাগ থেকে তা কাজে লাগিয়েছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে দেশের মানুষ এগিয়ে এসেছে বলেই এটা সম্ভব হয়েছে। জঙ্গীবাদকে মানুষ এখন ঘৃণা করে। শেখ হাসিনার বলিষ্ঠ পদক্ষেপে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দেশে আর উত্থান হতে পারবে না বলে তিনি ঘোষণা দেন। বুধবার সন্ধ্যায় টঙ্গী পাইলট স্কুল মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী এবং দুপুরে টঙ্গী থানার নবনির্মিত ৪র্থতলা থানা ভবন উদ্বোধনকালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশেরই নেতা নন, তিনি সারা বিশ্বের এক রোল মডেল। তিনি সব সময়ই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। যারা মানুষ পুড়িয়ে মারে, টার্গেট ক্লিলিং করে জঙ্গী রাষ্ট্র বানানোর চেষ্টা করে তারা দেশের শত্রু। তাদের আসকাড়ায় জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠছে। বাংলাদেশ ও আমরা ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছি। শেখ হাসিনার সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপের কারণে এসব ষড়যন্ত্র আমরা আগেভাগেই নসাৎও করে দিতে পেরেছি। এবার এখন থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স চলবে। মন্ত্রী বলেন, ১০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। এখনকার পুলিশ জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাস দমনে কে কার আগে যাবে তার প্রতিযোগিতায় থাকে। পুলিশের গোয়েন্দা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ফরহাদ মজহারের অবস্থান পর্যবেক্ষণ করে উদ্ধার শেষে তাকে তার পরিবারের কাছে অক্ষত অবস্থায় তুলে দেয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তা ডিবি তদন্ত করছে। আমরা আশা করি অচিরেই এর রহস্য উদঘাটিত হবে। রহস্য উদঘাটিত হলে জনগণ ফরহাদ মজহারের অপহরণ বিষয়ে জানতে পারবে।
×