ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নাটোরে নিহত এক

প্রকাশিত: ০৪:২৩, ৬ জুলাই ২০১৭

সড়ক দুর্ঘটনায় নাটোরে নিহত এক

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৫ জুলাই ॥ পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার সকালে নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের সুতির পাড় এলাকায় একটি ট্রাককে অপর ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে একজন নিহত ও ২ জন আহত হয়। এছাড়া নাটোর-পাবনা মহাসড়কের আহম্মেদপুর এলাকায় দুইটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৬ জন। অপরদিকে নাটোরের গাজীর বিলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে আহত হয়েছে ২ জন। জানা যায়, বুধবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সুতিরপাড় এলাকায় মাল বোঝাই ট্রাক দাঁড়িয়ে গেলে পেছন থেকে একটি মিনি ট্রাক ধাক্কা দেয়। এ ঘটনায় মিনি ট্রাকের হেলপার জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যায়, আহত হয় চালক হাসান আলীসহ ২ জন। নিহত জাকির হোসেন ঢাকার গাবতলী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ফরিদপুরে আরোহী নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত ও দুই আরোহী আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের বাখুন্ডা এলাকায় মিনিবাস মালিক সমিতি পরিচালিত ফিলিং স্টেশনের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক আরোহী রফিকুল ইসলাম (২৬) নগরকান্দা উপজেলার শাকপালদিয়া গ্রামের আবু জাফরের ছেলে। এ দুর্ঘটনায় আহত হন হয় রফিকুলের দুই ভাগ্নে আবদুল্লাহ ও ফায়েজ। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী হানিফ পরিবহনের দ্রুতগামী বাস ঘটনাস্থলে ওই মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম মারা যায়। শ্রীপুরে মাদ্রাসা ছাত্র স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে বুধবার বিকেলে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসাছাত্র নিহত ও অপর একজন আহত হয়েছে। নিহতের নাম সুজন (১৬)। সে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মামারিশপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে। নিহতের চাচা চাঁন মিয়া জানান, ঈদের ছুটি কাটিয়ে মোটরসাইকেলে চড়ে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার মাদ্রাসায় ফিরছিল সুজন ও জাহাঙ্গীর। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের এমসি বাজার এলাকায় ঢাকাগামী বিআরটিসির বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুজন নিহত ও জাহাঙ্গীর আলম আহত হয়। পটিয়ায় বাস খাদে ॥ আহত ২০ নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় পোশাক শ্রমিকসহ বাস খাদে পড়ে গেছে। এতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের জরিনা গার্মেন্টেসের অনন্ত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৮টায় পটিয়ার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিরাপত্তার দাবিতে স্মারকলিপি স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা দোকান মালিক সমিতি। বুধবার দুপুরে সমিতির সিনিয়র সহসভাপতি হামিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলসহ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মুক্তিসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। জানা যায়, ২৮ মে রাতে শহরের বড় বাজারের মিলন, জাহাঙ্গির, আমির হোসেন, শাহাদত হোসেন, রতন দাস, আনন্দ এবং নিশিথসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়। চোরেরা দোকান থেকে ছয় লাখ ৩২ হাজার ৫৫ টাকা নিয়ে যান। চিকুনগুনিয়া আতঙ্ক কাটাতে মাইকিং নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৫ জুলাই ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাজুড়ে ব্যপক হারে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পর রোগী পরিবারের মাঝে চিকুনগুনিয়া আতঙ্ক বিরাজ করছে। তাই চিকুনগুনিয়া না হলেও সাধারণ জ্বর সর্দিতে আক্রান্ত রোগীরাই সরকারী-বেসরকারী হাসপাতালে ভিড় করছেন চিকুনগুনিয়া আতঙ্কে। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ এ আতঙ্ক কাটাতে মাইকিং কর্মসূচী হাতে নিয়েছেন। বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ অঞ্চলে মাইকিং করে এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করতে দেখা গেছে। স্থানীয়দের দাবি চিকুনগুনিয়া নামক এ রোগে শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন। পরিবারের একজনের আক্রান্তের পর অন্যদের মাঝে ছড়িয়ে পড়ছে এ ভাইরাস জ্বর চিকুনগুনিয়া।
×