ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কারা কর্মকর্তার বিরুদ্ধে নওগাঁয় মানববন্ধন

প্রকাশিত: ০৪:১৬, ৬ জুলাই ২০১৭

কারা কর্মকর্তার বিরুদ্ধে নওগাঁয় মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ জুলাই ॥ নওগাঁ শহরের চকদেব মহল্লার বাসিন্দা ও জয়পুরহাট জেলা কারাগারে কর্মরত হিসাবরক্ষক মহসীন আলী ও তার স্ত্রী জিয়াসমিন বুলবুলীর বিরুদ্ধে জমি জবরদখল, প্রতিবেশীদের হুমকি দিয়ে তটস্থ রাখা ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠেছে। তিনি কারাগারের হিসাবরক্ষকের চাকরি করলেও এলাকায় নিজেকে জেল সুপার ও কখনও কখনও জেলার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছেন। এ দম্পতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রতিবেশীরা ইতোমধ্যেই নওগাঁ পৌরসভায় ৪টি অভিযোগ, নওগাঁ সদর মডেল থানায় একটি জিডি, এবং নওগাঁ আদালতে পৃথক দুটি মামলা করেছেন। অভিযোগকারীরা শুধু প্রতিবেশীই নয়। তার নিজের বোন জামাইও রয়েছেন। তার নির্মিত অবৈধ প্রাচীর সরিয়ে পথ চলাচলের রাস্তার দাবিতে বুধবার ওই মহল্লার কয়েকশ’ বাসিন্দা মহসীন ও তার স্ত্রীর অপতৎপতার বিরুদ্ধে শহরের মুক্তির মোড়ে মানববন্ধন করেছেন। এদিকে প্রতিবেশী ও স্বজনদের চলাচলের রাস্তা না দিয়ে কয়েকটি পরিবারকে অবরুদ্ধ করে অবৈধভাবে প্রাচীর নির্মাণ এবং জোরপূর্বক অন্যের জায়গায় সীমানা পিলার স্থাপন করার অভিযোগে এলাকার কয়েকশ’ ভুক্তভোগী নওগাঁ শহরের মুক্তির মোড়ে এক মানববন্ধন করে প্রতিকার দাবি করেছেন। ভুক্তভোগীদের মধ্যে নওগাঁ পিটিআই টেনিং ইনস্টিটিউটের শিক্ষক মোজাম্মেল হক বলেন, মহসীন ও তার স্ত্রী জিয়াসমিন বুলবুলী বেশকিছু দিন আগে জোর করে তার সীমানা দখল করে নেয়। এ বিষয়ে নওগাঁ পৌরসভায় অভিযোগ দেন মোজাম্মেল হক। অভিযোগের সূত্র ধরে নওগাঁ পৌরসভা থেকে জমি জরিপ করে মহসীন তার অবৈধ দখল অংশ থেকে সরে আসে। মোজাম্মেল হক বলেন, চাকরির প্রভাব সব ক্ষেত্রে খাটানোর চেষ্টা করছেন মহসীন ও তার স্ত্রী । অপরদিকে চকদেব দুর্গাপুর সড়কসংলগ্ন মহসীনের স্ত্রীর নামীয় জমিতে প্রতিবেশীদের পথ চলাচলের রাস্তা না দিয়ে অবৈধভাবে প্রাচীর নির্মাণকাজ শুরু করেন। এতে আপন বোনসহ কয়েকটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। এ বিষয়ে প্রতিকার চেয়ে নওগাঁ পৌরসভায় অভিযোগ দেন ভুক্তভোগী সিরাজুল ও ফিরোজ-উল ইসলাম। অভিযোগের প্রেক্ষিতে নওগাঁ পৌরসভা তদন্ত সাপেক্ষ অবৈধ প্রাচীর ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। কিন্ত পৌর বিধির তোয়াক্কা না করে অবৈধ প্রাচীর বহাল রাখেন তিনি। এতে পথ চলাচল ব্যাহত হচ্ছে কয়েকটি পরিবারের। ভুক্তভোগীরা দাবি করে, মহসীন ও তার স্ত্রী তাদের তিনতলা বাড়ি দুর্গাপুর সড়কের দুই ফুট জায়গা দখল করে বিল্ডিং গড়ে তুলেছেন। কিন্ত জন সাধারণের পথ চলাচলের জন্য একটু জায়গা ছাড়তে চাইছেন না। তার বোন জামাই ফিরোজ উল ইসলাম জানান, পৌর বিধি অনুযায়ী পথ চলাচলের রাস্তার জন্য উভয় সোয়া তিন ফুট জায়গা ছাড়ার বিধান। কিন্ত মহসীন অলী মাত্র দেড় ফুট ছেড়ে অন্যের জায়গায় প্রাচীর তুলে এখন হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছেন।
×