ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালিয়াজুরিতে কর্মদিবসেও প্রাণিসম্পদ অফিসে তালা

প্রকাশিত: ০৪:১৫, ৬ জুলাই ২০১৭

খালিয়াজুরিতে কর্মদিবসেও প্রাণিসম্পদ অফিসে তালা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ জুলাই ॥ হাওড়দ্বীপ খ্যাত খালিয়াজুরি উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়টি এখন নামসর্বস্ব অফিসে পরিণত হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর অভাব এবং কর্মরতদের দায়িত্বে অবহেলার কারণে এ প্রতিষ্ঠান থেকে কোন সেবাই পাচ্ছে না এলাকাবাসী। উপরন্তু খোলার দিনেও তালা ঝুলছে কার্যালয়টিতে। জানা গেছে, খালিয়াজুরি উপজেলা প্রাণিসম্পদ অফিসে ১১ কর্মকর্তা-কর্মচারীর পদ আছে। এর মধ্যে কাগজে-কলমে কর্মরত আছেন মাত্র দু’জন। তারা হচ্ছেনÑ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান এবং অফিস সহায়ক মোঃ আব্দুর রহিম। এছাড়া এক উপজেলা প্রাণিসম্পদ সহকারী, এক ভেটেরিনারি সার্জন, তিন ভেটেরিনারি ফিল্ড এ্যাসিস্ট্যান্ট, এক ফিল্ড এ্যাসিস্ট্যান্ট (কৃত্রিম প্রজনন), এক কম্পাউন্ডার, এক অফিস সহকারী ও একজন ড্রেসারের পদ দীর্ঘদিন ধরে শূন্য। স্থানীয়রা জানান, ঈদের ছুটির পর থেকে বুধবার পর্যন্ত একদিনও কার্যালয়টি খোলা হয়নি। শওকত আলী নামে ফরিদপুর গ্রামের জনৈক কৃষক জানান, রোগাক্রান্ত বাছুরের চিকিৎসার জন্য তিনি কয়েকদিন ধরে ওই কার্যালয়ে ঘুরছেন। কিন্তু কাউকে পাচ্ছেন না। স্থানীয়রা জানান, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়টি খালিয়াজুরি উপজেলা সদর থেকে অন্তত সাত কিলোমিটার দূরে লেপশিয়া বাজারে অবস্থিত। উপজেলা সদর থেকে দূরে হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা প্রায়দিন সেখানে গরহাজির থাকেন। এ ব্যাপারে বুধবার দুপুরে যোগাযোগ করা হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, তিনি রাস্তায় আছেন। গাজীপুরে হত্যার দায়ে দু’ভাইসহ তিনজনের মৃত্যুদ- স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ এক অটোরিকশা চালককে হত্যার দায়ে দুই ভাইসহ তিন আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত। রায়ে একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়াও দস্যুতার অভিযোগে অপর ধারায় আসামিদের প্রত্যেককে আরও ১০ বছর করে সশ্রম করাদ- এবং পাঁচ হাজার টাকা করে জমিরানা, অনাদায়ে আরও তিনমাস সশ্রম করাদ- দেয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক চার বছর আগের এই হত্যা মামলার রায় বুধবার ঘোষণা করেন। দ-প্রাপ্ত তিন আসামি হলোÑ কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার আব্দুর রহমানের ছেলে মেহেদী হাসান ওরফে বাবু, একই উপজেলার জাথালিয়া এলাকার আমির হামজার দুই ছেলে আলমগীর হোসেন ও দেলোয়ার হোসেন। উল্লেখ্য, গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা নিয়ে চালক হায়দার আলী ২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিকেলে নিখোঁজ হয়। দুর্বৃত্তরা তাকে অপহরণের পর হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে যায়। পরদিন তার লাশ কালিয়াকৈর রতনপুর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
×