ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২১ আগস্ট হামলা

বাবর ও পিন্টু নিজেদের নির্দোষ দাবি করলেন

প্রকাশিত: ০৪:১৩, ৬ জুলাই ২০১৭

বাবর ও পিন্টু নিজেদের নির্দোষ দাবি করলেন

কোর্ট রিপোর্টার ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ আরও ৪ আসামি নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন। বুধবার ঢাকার ১ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিচারক শাহেদ নূর উদ্দিনের কাছে আত্মপক্ষ শুনানিতে এ নির্দোষ দাবি করেন। বাকি ২ আসামি হলেন সামরিক গোয়েন্দা অধিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক আব্দুর রহিম। বিচারক আত্মপক্ষ শুনানি গ্রহণের আগে আসামিদের বিরুদ্ধে আসা সাক্ষ্য পৃথকভাবে পড়ে শোনান এবং প্রত্যেকের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ? জবাবে আসামিরা নিজেকে নির্দোষ দাবি করেন এবং তারা আত্মপক্ষ সমর্থনের লিখিত বক্তব্য জমা দিবেন বলে জানান। এরপর বিচারক আগামী ধার্য তারিখে তাদের লিখিত বক্তব্য ট্রাইব্যুনালে জমা দেয়ার এবং আগামী ১০, ১১ ও ১২ জুলাই আত্মপক্ষ শুনানির পরবর্তী দিন ধার্য করেন। এ নিয়ে মামলাটিতে আত্মপক্ষ সমর্থন করা ২৩ জন আসামিই নির্দোষ দাবি করলেন। নির্দোষ দাবিকৃত অপর আসামিরা হলেন হরকাতুল জিহাদ নেতা মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুল হান্নান ওরফে সাব্বির, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, সাহাদাত উল্লাহ জুয়েল, মাওলানা শেখ আব্দুস সালাম, আব্দুল মাজেদ ভাট, আব্দুল মালেক, মাওলানা মহিবুল্লাহ ওরফে অভি, মাওলানা আবু সাঈদ ওরফে ডাঃ জাহিদ, মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, জাহাঙ্গীর আলম, মাওলানা আবু তাহের, আবু জানদাল, রফিকুল ইসলাম সবুজ, আরিফ হাসান সুমন, হোসেন আহম্মেদ তামিম, উজ্জ্বল ওরফে রতন, আবু বকর ওরফে সেলিম হাওলাদার ও মাওলানা ইয়াহিয়া। গারো তরুণী ধর্ষণ মামলায় চার্জশীট কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণের ঘটনার মামলায় প্রধান অভিযুক্ত রাফসান হোসেন রুবেলসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ। বুধবার ধার্য দিনেই তদন্তকারী কর্মকর্তা রাজধানীর বাড্ডা থানার পরিদর্শক শহিনুর রহমান খান এ চার্জশীট দাখিল করেন। চার্জশীটের অপর ৩ আসামি হলেনÑ সানাউদ্দিন মিনা, আল আমিন (পলাতক) ও ইমরান (পলাতক)। চার্জশীটে মামলায় অপর আসামি নাজমুলের ঠিকানা না পাওয়ায় তাকে অব্যাহতি প্রদানের আবেদন করা হয়েছে। চার্জশীটে বলা হয়, আসামিরা ভিকটিমের প্রতি মিথ্যা অপবাদ দিয়ে বিচারের অজুহাতে হাজী মোশাররফ হোসেনের টিনশেডের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
×