ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সবচেয়ে দামী ফোন আনছে স্যামসাং

প্রকাশিত: ০৪:১১, ৬ জুলাই ২০১৭

সবচেয়ে দামী ফোন আনছে স্যামসাং

শীঘ্রই গ্যালাক্সি নোট-৮ ফ্যাবলেট বাজারে নিয়ে আসবে স্যামসাং। ফাঁস হওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে এমনটিই জানিয়েছে প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ভেঞ্চারবিট ওয়েবসাইট। পাশাপাশি সাইটটি এও জানায়, এই ফোনটি হতে যাচ্ছে স্যামসাংয়ের সবচেয়ে দামী স্মার্টফোন। এমনকি সব প্রতিষ্ঠান মিলিয়ে বাজারের সবচেয়ে দামী ফোনও হতে পারে নোট-৮। ভেঞ্চারবিট ছাড়াও বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে নোট-৮ ফ্যাবলেটের সর্বনিম্ন দাম উল্লেখ করা হয়েছে ১ হাজার ১০০ ডলার। বাজারের আসার অপেক্ষায় থাকা এ ফোনটির ফিচারের দিক থেকে দুটি ধরন থাকবে। এর মধ্যে একটির ইন্টারনাল স্টোরেজ ক্ষমতা থাকবে ৬৪ গিগা এবং অন্যটির স্টোরেজ ক্ষমতা থাকবে ১২৮ গিগা। ধারণা করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি নোট-৮ এর ডিসপ্লে হবে ৬ দশমিক ৩ ইঞ্চির, যাতে এ্যামোলেড ইনফিনিটি ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হবে। আগামী সেপ্টেম্বরের শেষের দিকে নোট-৮ ফ্যাবলেট বাজারে আসার কথা রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার ভারতে পা রাখছে চীনের এমজি অবশেষে আনুষ্ঠানিকভাবে ভারতে পা রাখার কথা জানাল চীনের বৃহত্তম গাড়ি সংস্থা এসএআইসি মোটর কর্পোরেশন। তাদের হাত ধরে দেশে এ বার মিলবে ব্রিটেনের এমজি (মরিস গ্যারাজেস) ব্র্যান্ডের গাড়ি। শাখা সংস্থা ‘এমজি মোটর ইন্ডিয়া’-র মাধ্যমেই এ দেশে ব্যবসা করবে চীনা সংস্থাটি। ২০১৯ সালে তাদের প্রথম গাড়ি আসবে দেশের বাজারে। এসএআইসির সঙ্গে গাঁটছড়া রয়েছে মার্কিন বহুজাতিক জেনারেল মোটরসেরও (জিএম)। এর আগেও ভারতে এসএআইসির পা রাখার কথা উঠেছে। সেই জল্পনা আরও বাড়ে এখানে জিএমের গাড়ি বিক্রি বন্ধের সিদ্ধান্তের পর। জিএমের হালোল কারখানাটি তারা কিনতে পারে বলেও ইঙ্গিত সংশ্লিষ্ট সূত্রের। তবে বুধবার দেশে পা রাখার কথা ঘোষণা করলেও, লগ্নির অঙ্ক ও কারখানা নিয়ে স্পষ্ট করেনি সংস্থা। সংশ্লিষ্ট সূত্রে খবর, গোড়ায় লাখ দশেক টাকা দামের ‘এসইউভি’ ধাঁচের গাড়ি তৈরি করবে এমজি মোটর ইন্ডিয়া। -অর্থনৈতিক রিপোর্টার সম্মানসূচক ডিগ্রী পেলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন-উর-রশিদকে, ব্যাংকিং সেক্টরে বিশেষ করে বৈদেশিক বাণিজ্য এবং আন্তর্জাতিক ব্যাংকিং পরিচালনায় তার বর্ণাঢ্য কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ, কমনওয়েলথ ইউনিভার্সিটি সম্মানসূচক ডিগ্রী প্রদান করেছে। গত ৩০ মার্চ ২০১৭ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে, যেসব কীর্তিমানদের সম্মানিত করা হয় মামুন-উর-রশিদ ছিলেন তাদের মধ্যে অন্যতম Ñবিজ্ঞপ্তি অর্থবছরের সময় পরিবর্তনের আভাস অর্থনৈতিক রিপোর্টার ॥ বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) পুরোপুরি বাস্তবায়ন করার লক্ষ্যে দেশের অর্থবছরের সময় পরিবর্তনের প্রস্তাব দিয়ে আসছেন দেশের অর্থনীতিবিদরা। এরই প্রেক্ষিতে অর্থবছরের সময় পরিবর্তনের আভাসও দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বহুদিন ধরে আমার মনে হতো যে বাজেটের সময়টা জুন-জুলাইটাই ঠিক। কিন্তু এখন নতুন নতুন আইডিয়া আসছে। আগে ছিল এপ্রিল-মার্চ। এখন সেটা জানুয়ারি-ডিসেম্বরের কথাও আসছে। আপনার আরও ভাল ভাল আইডিয়া নিয়ে আসতে পারেন।
×