ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্রেনের ত্রুটির কারণে বন্দরের উৎপাদন ক্ষমতা কমেছে ১১ শতাংশ

প্রকাশিত: ০৪:১১, ৬ জুলাই ২০১৭

ক্রেনের ত্রুটির কারণে বন্দরের উৎপাদন ক্ষমতা কমেছে ১১ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম বন্দরের ক্ষতিগ্রস্ত কী গ্যান্ট্রি ক্রেনের একটির মেরামত কাজ কয়েক দিনের মধ্যে সম্ভব হলেও আরেকটি পুরোপুরি কর্মক্ষম করে তুলতে সময় লাগতে পারে তিন-চার মাস। বন্দর কর্মকর্তারা জানান, দুর্ঘটনাজনিত ত্রুটি সারানোর পাশাপাশি এসব ক্রেনের নিয়মিত মেরামতও করা হবে। তবে দুটি ক্রেন কার্যক্ষমতা হারানোয় এরই মধ্যে বন্দরের উৎপাদনক্ষমতা কমেছে ১১ শতাংশ। জাহাজ থেকে কন্টেইনার খালাসে চট্টগ্রাম বন্দরের সিসিটি ইয়ার্ডে রয়েছে দুটি কী গ্যান্ট্রি ক্রেন। যা এক সপ্তাহেরও বেশি সময় ধরে অচল। গত ২৫ জুন একটি জাহাজের ধাক্কায় কার্যক্ষমতা হারিয়ে ফেলে ক্রেন দুটি। ফলে সিসিটির ৫০ শতাংশ আর সামগ্রিকভাবে বন্দরের কন্টেইনার ওঠানামা কমেছে ১১ ভাগ। এমন অবস্থায় বিপাকে পড়েছে বন্দরের সহায়ক প্রতিষ্ঠান আর ব্যবহারকারীরা। কারণ সিসিটি আংশিক সচল থাকায় নিজস্ব ক্রেনবিহীন জাহাজগুলোকে বার্থে ভিড়তে অপেক্ষা করতে হচ্ছে কয়েক দিন। ১২০ কোটি টাকায় ২০০৬ সালে জাপানের একটি প্রতিষ্ঠান থেকে ৪টি গ্যান্ট্রি ক্রেন কিনে বন্দর কর্তৃপক্ষ। যার দুটি এখন বিকল। ত্রুটি সারানোর পাশাপাশি মেরামত কাজও সেরে ফেলার কথা বলছে কর্তৃপক্ষ। জিএসটি চালুর পর ভারতে গাড়ির দাম কমেছে অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতে জিএসটি চালুর পরে করের হার নামায় বেশ কিছু গাড়ি সংস্থা আগেই দাম কমিয়েছে। সম্প্রতি হোন্ডা, ফোর্ডের পাশাপাশি আরও কয়েকটি দু’চাকার গাড়ি সংস্থাও দাম কমানোর কথা জানাল। দু’চাকার গাড়িতে ৩৫০ টাকা থেকে শুরু করে চার চাকার গাড়িতে প্রায় ৩ লাখ টাকা পর্যন্ত দাম কমছে। জাপানী বহুজাতিক হোন্ডা জানিয়েছে, তাদের ব্রিও, এ্যামেজ, জ্যাজ, ডব্লিউআর-ভি, সিটি, বিআর-ভি এবং সিআর-ভির দাম কমছে। গাড়ির এই দাম কমানো কার্যকর ধরা হবে জিএসটি চালুর প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকেই। সৌদি আরবে ৬৮ শতাংশ বিক্রয়কর্মী প্রবাসী অর্থনৈতিক রিপোর্টার ॥ সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধি করতে বিভিন্ন খাতে প্রবাসীদের নিয়োগের হার সীমাবদ্ধ করেছে দেশটির প্রশাসন। তবে বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে তেমন কোন প্রতিবন্ধকতা না থাকায় এখনও দেশটির মোট বিক্রয়কর্মীর ৬৮ দশমিক ৫ শতাংশই প্রবাসী বলে জানা গেছে। শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে প্রকাশিত ২০১৬ সালের তথ্য বিশ্লেষণের বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির প্রতিষ্ঠান এবং অন্য দোকানগুলোর বিক্রয়কর্মী হিসেবে মোট ৫ লাখ ২১ হাজার ৬০৯ জন প্রবাসী কাজ করছেন। তার বিপরীতে ২ লাখ ৩৯ হাজার ৯৫২ জন সৌদি নাগরিক রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
×