ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কে হচ্ছেন আইসিবির এমডি

প্রকাশিত: ০৪:১১, ৬ জুলাই ২০১৭

কে হচ্ছেন আইসিবির এমডি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিয়ে চলছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। একজন মহাব্যবস্থাপক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বে রয়েছেন। অবশ্য আইসিবিতে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে। সম্ভাব্য ব্যবস্থাপনা পরিচালকের তালিকায় ৩ জনের নাম রয়েছে। তিন জনেরই ক্যারিয়ারের উল্লেখযোগ্য অংশ কেটেছে আইসিবিতে। সূত্রমতে, এ ৩ জন হলেনÑ প্রতিষ্ঠানটির সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইফতেখার উজ জামান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি কাজী সানাউল হক ও অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন। জানা গেছে, মোঃ ইফতেখার উজ জামান ১৯৮৩ সালে সিনিয়র অফিসার হিসেবে আইসিবিতে যোগ দেন। এ প্রতিষ্ঠানেই তার ক্যারিয়ারের বড় অংশ কেটেছে। জনতা ব্যাংকে ডিএমডি হিসেবে যোগ দেয়ার আগে তিনি আইসিবির মহাব্যবস্থাপক ছিলেন। পরবর্তী সময়ে আবারও আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। পরে প্রতিষ্ঠানটির এমডি হিসেবে দুই মেয়াদে ১৮ মাস দায়িত্ব পালন করেন। জানা যায়, ইফতেখার উজ জামান আইসিবিতে থাকাকালে তিনি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রশাসন ও আইন বিভাগ, অর্থনৈতিক ও বাণিজ্যিক গবেষণা বিভাগ এবং ঋণ অনুমোদন বিভাগ, সংস্থাপন বিভাগ ও কর্মচারী বিভাগ (অতিরিক্ত বিভাগ), প্রকল্প ঋণ হিসাব বিভাগ ও প্রকল্প বাস্তবায়ন বিভাগ (অতিরিক্ত বিভাগ), প্রকল্প বাস্তবায়ন ও পাবলিক ইস্যু বিভাগ (অতিরিক্ত বিভাগ), প্রশাসন ডিভিশনসহ আইসিবির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি পরিসংখ্যানে সম্মান ডিগ্রী লাভ করেন।
×