ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৈয়দ আবদুল হালিম খসরু

বেহাল দশায় বিপর্যয়

প্রকাশিত: ০৪:০৭, ৬ জুলাই ২০১৭

বেহাল দশায় বিপর্যয়

বাংলাদেশে বর্ষা আসে বিভিন্ন রূপে। কারও জন্য তা হয় রোমান্টিক, কারও জন্য তা হয় দুর্বিষহ জীবনের হুমকি। কারও জন্য তা হয় আবার লাভজনক। ঢাকা, চট্টগ্রাম ও রাঙ্গামাটিসহ পার্বত্য জেলাসমূহে বর্ষার শুরুতেই দেখা দিয়েছে মহাবিপর্যয়। সব দুর্ঘটনার রেকর্ড ছাড়িয়ে এবার বর্ষার শুরুতে পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধসে প্রায় দেড়শ’ মানুষের মৃত্যু হওয়ার খবরটি দেশবাসীকে শোকাভিভূত করেছে। কেবল মানুষের মৃত্যুই নয়, রাঙ্গামাটি দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পাহাড় ধসে মৃত্যুর খবর এসেছে খাগড়াছড়ি ও মৌলভীবাজার জেলা থেকেও। এ কয়টি জেলার মানুষের মৃত্যুর ধরন একই রকম। অর্থাৎ পাহাড় ধসে মানুষের ঘরবাড়ীর ওপর পাহাড়ের মাটি আছড়ে পড়েছে। অপ্রস্তত মানুষ হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এখন প্রশ্ন হলো, এই করুন মৃত্যু কেন ঘটবে? পাহাড় কেন ধসে পড়বে? এই পাহাড় ধসের কারণ কতটুকু প্রকৃতির আর কতটুকু মানুষ সৃষ্ট তা আমাদের সর্বাগ্রে ভাবতে হবে। এই ধসের কারণ মূলত মানুষসৃষ্ট। উল্লেখ্য যে, পাহাড়ের বৃক্ষ নিধন করা হচ্ছে, মাটি কর্তন করা হচ্ছে। তাই বর্ষায় আক্রান্ত পাহাড় নিজকে ধরে রাখতে পারছে না বলেই পাহাড়ের মাটি আলগা হয়ে ধসে পড়ছে। বহুকাল ধরে পাহাড়ের গায়ে বসবাস করছে গৃহহীন মানুষ এবং বিশেষ করে বাঙালী কিংবা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ পাহাড় ধসে মরছে। উল্লেখ্য যে, পাহাড় ধসে আক্রান্ত সকলে নি¤œ আয়ের দরিদ্র মানুষ। প্রভাবশালীরা প্রকৃতি ও পাহাড় ধংস করছে, আর জীবন দিয়ে তার ফল ভোগ করছে নি¤œ আয়ের দরিদ্র মানুষ। এমতাবস্থায় আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সরকারের প্রশাসন যন্ত্র ও সেনাবাহিনী এবং নিরাপত্তা কর্মীরা পাহাড় ধসের ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজে অংশগ্রহণ করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করেছে। যদিও এই উদ্ধার কাজে অংশগ্রহণ করে সেনাবাহিনীর ক’জন সদস্যের জীবন দিতে হয়েছে। এখন এই পাহাড়ে বসবাসকারী দরিদ্র ও নি¤œ আয়ের মানুষগুলোকেও ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরিয়ে নিয়ে নিরাপদ যায়গায় বসবাসের জন্য জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট কৃর্তপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। আজকে জরুরীভাবে পাহাড়ের বৃক্ষরাজি ও মাটি কর্তন বন্ধ করতে হবে। সরকারী গৃহীত উন্নয়ন প্রকল্পগুলোর সাইট নির্ধারণের ক্ষেত্রেও প্রতিবেশের হুমকি ও দীর্ঘস্থায়ী প্রভাবের বিষয়টি বিবেচনায় নিতে হবে। আলমনগর, রংপুর থেকে
×