ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাভেল্লা হত্যা মামলা

অভিযোগ গঠন বাতিল চেয়ে আবেদন খারিজ

প্রকাশিত: ০৭:৪৭, ৫ জুলাই ২০১৭

অভিযোগ গঠন বাতিল চেয়ে আবেদন খারিজ

স্টাফ রিপোর্টার ॥ ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে বিএনপি নেতা এমএ কাইয়ুমের ভাই এমএ মতিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের স্থগিতাদেশের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছে আপীল বিভাগ। এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আরও দুই সপ্তাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আইনগত কোন বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করে। তাভেল্লা সিজার হত্যা মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে এমএ মতিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোঃ শওকত হোসেন ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল গাজী মোঃ মামুনুর রশীদ।
×