ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিফা র‌্যাঙ্কিং

ব্রাজিলকে সরিয়ে শীর্ষে জার্মানি

প্রকাশিত: ০৬:৫৩, ৫ জুলাই ২০১৭

ব্রাজিলকে সরিয়ে শীর্ষে জার্মানি

স্পোর্টস রিপোর্টার ॥ ধারাবাহিক সাফল্যের পুরস্কার পাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। কনফেডারেশন্স কাপ জয়ের পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরছে ইউরোপের পাওয়ার হাউসরা। বৃহস্পতিবার ফিফার মাসিক র‌্যাঙ্কিং প্রকাশ করা হবে। সেখানে দুই ধাপ এগিয়ে চূড়ায় উঠে যাবে বিশ্বচ্যাম্পিয়নরা। জার্মানিকে জায়গা করে দিতে দুইয়ে নেমে যেতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। একইভাবে তিন নম্বরে অবনমন হচ্ছে আর্জেন্টিনার। কনফেডারেশন্স কাপে তৃতীয় হওয়ায় চার ধাপ উন্নতি করে র‌্যাঙ্কিংয়ের চতুর্থ অবস্থানে উঠে আসছে পর্তুগাল। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে রানার্সআপ হয়েও তিন ধাপ অবনমিত হতে হচ্ছে চিলিকে। এবারের র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমকের নাম সুইজারল্যান্ড ও পোল্যান্ড। পাঁচে উঠতে চলেছে সুইসরা, আর ঠিক তাদের পরের স্থানটিতে পোলিশরা। যা দেশটির ফুটবল ইতিহাসে সর্বোচ্চ র‌্যাঙ্কিং। কলম্বিয়া, ফ্রান্স ও বেলজিয়াম একই সুতোয় গাঁথা পড়তে চলেছে। ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে প্রত্যেকেই তিন ধাপ করে পেছন যেয়ে যথাক্রমে আট, নয় ও দশ নম্বরে অবস্থান করবে। কোন সুসংবাদ নেই হল্যান্ড ও হাঙ্গেরির। ডাচরা টেবিলে আরও এক ধাপ নেমে ৩২ নম্বরে যাবে। যা দেশটির সর্বনিম্ন র‌্যাঙ্কিং। অন্যদিকে হাঙ্গেরি ২৪ ধাপ পিছিয়ে র‌্যাাঙ্কিংয়ের ৫৭ নম্বরে যাচ্ছে। সাত বছরের মধ্যে যা দেশটির সর্বনিম্ন র‌্যাঙ্কিং। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে ইরান। সাত ধাপ উন্নতি করে ২৩তম অবস্থানে উঠতে চলেছে পারসিয়ানরা। ওয়ালটন আন্তঃকলেজ মহিলা বেসবল স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১১ জুলাই থেকে ঢাকার ধানম-ির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী ‘ওয়ালটন আন্তঃকলেজ মহিলা বেসবল প্রতিযোগিতা’র প্রথম আসর। এতে অংশ নেবে রাজধানীর ৮টি কলেজ দলের ৯৬ খেলোয়াড়। দলগুলো দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে। এরপর সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। চ্যাম্পিয়নশিপ লীগ ফুটবল শুরু আগস্টে স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার বাফুফে ভবনে পেশাদার ফুটবল লীগ কমিটির সঙ্গে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ২০১৭’তে অংশগ্রহণকারী ক্লাবগুলোর কর্মকর্তাদের এক মতবিনিময় সভা কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ২০১৭’র খেলা ১০ দলের অংশগ্রহণে আগামী ৪ আগস্ট থেকে শুরু হবে।
×