ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে এশিয়ান এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

জাতীয় পতাকাবাহক স্প্রিন্টার মেজবাহ

প্রকাশিত: ০৬:৫৩, ৫ জুলাই ২০১৭

জাতীয় পতাকাবাহক স্প্রিন্টার মেজবাহ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের উড়িষ্যার ভুবনেশ্বরে আজ বুুধবার উদ্বোধন হতে যাচ্ছে ২২তম এশিয়ান এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। পরেরদিন থেকে ট্র্যাকে নামবেন এশিয়ার ৪৫ দেশের এ্যাথলেটরা। এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। দলে আছেন ২০ এ্যাথলেট (১৬ পুরুষ ও ৪ নারী এ্যাথলেট)। উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করবেন বাংলাদেশের দ্রুততম মানব স্প্রিন্টার মেজবাহ আহমেদ। বাংলাদেশ দলের এ্যাথলেটরা হচ্ছেন : মেজবাহ আহমেদ, কাজী শাহ ইমরান, শরীফুল ইসলাম, আবদুর রউফ, মাসুদ রানা, ইসমাইল হোসেন, মাসুদ খান, খন্দকার কিবরিয়া, কামরুল ইসলাম, সাজ্জাদ হোসেন, মাহফুজুর রহমান, হেদায়েত হোসেন, আল-আমিন, আলমগীর হোসেন, সোহাগী আক্তার, সুস্মিতা ঘোষ, সুমি আক্তার ও জেসমিন আক্তার। টিম ম্যানেজার : আবদুর রকিব মন্টু, কোচ : মাহবুবা ইকবাল বেলী, রফিকুল ইসলাম এবং হাফিজুর রহমান। কমনওয়েলথ দাবায় নিয়াজ-রাকিব- লিজার শুভসূচনা ফাহাদ-জান্নাতুল বয়সভিত্তিক বিভাগে শীর্ষে স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠানরত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ফিদেমাস্টার তৈয়বুর রহমান ও মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা প্রথম রাউন্ডের খেলায় জিতে শুভসূচনা করেছেন। তবে হেরে গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদেমাস্টার শারমিন সুলতানা শিরিন ও হানিফ মোল্লা। অপরদিকে বয়স ভিত্তিক ক্যাটাগরি ইভেন্টে অনুর্ধ-১৪ ওপেন গ্রুপে ফিদেমাস্টার ফাহাদ রহমান ও বালিকা অনুর্ধ-১২ গ্রুপে জান্নাতুল ফেরদৌস ২ পয়েন্ট নিয়ে অন্যদের সঙ্গে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। নাইম হক, তাহসিন তাজওয়ার জিয়া ও সাজিদুল হক দেড় পয়েন্ট করে, নোশিন আঞ্জুম, কাজী জেরিন তাসমিন, সৈয়দ রেদওয়ান ও মনন রেজা নীড় এক পয়েন্ট করে এবং প্রতিভা তালুকদার আধা পয়েন্ট পেয়েছেন। ওপেন গ্রুপের প্রথম রাউন্ডের খেলায় রাকিব ভারতের সুমিত গ্রোভারকে, নিয়াজ ইশা শর্মাকে, তৈয়ব ভারতের হরিকৃষ্ণা কোত্তামকে ও লিজা ভারতের লাক্ষসায়া আরোরাকে হারান। জিয়া ভারতের কুমার গৌরবের কাছে, রাজীব ভারতের রোহিত ভাসানের কাছে, রানী হামিদ ভারতের গ্র্যান্ডমাস্টার অভিজিৎ কুন্তের কাছে, শিরিন ভারতের গ্র্যান্ডমাস্টার স্বপ্নীল দুপুরের কাছে ও হানিফ ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার সৌমিয়া স্বামিনাথনের কাছে হেরে যান। ওপেন বিভাগে দ্বিতীয় রাউন্ডের খেলায় বয়সভিত্তিক ক্যাটাগরিতে ফাহাদ ভারতের আন শিখাকে, জান্নাত শ্রীলঙ্কার বিক্রমাসিংহে থেসানদিকে, জেরিন দক্ষিণ আফ্রিকার ভুসো হলোমিশাকে ও সাজিদ ভারতের গুনা ভালান মিথ্রানকে হারায়। নাইম শ্রীলঙ্কার বিক্রমাসিংহে বানুকা নিমসিতের সঙ্গে, তাহসিন ভারতের হরি আর চন্দ্রনের সঙ্গে প্রতিভা ভারতের বৈষ্ণবী ঠাকুরের সঙ্গে ড্র করেন। নোশিন ভারতের নন্দিতার কাছে, আকিব ভারতের বদ্রিনাথের কাছে ও অনতা ভারতে আওদি আরমিয়ার কাছে হেরে যান।
×