ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথমদিনেই ছিটকে গেলেন ওয়ারিঙ্কা

প্রকাশিত: ০৬:৫২, ৫ জুলাই ২০১৭

প্রথমদিনেই ছিটকে গেলেন ওয়ারিঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুটা দারুণ হলো ফ্রেঞ্চ ওপেনের সম্রাট রাফায়েল নাদালের। মর্যাদার উইম্বলডনে সহজ জয়ে দ্বিতীয় পর্বে উঠেছেন তিনি। ক্যারিয়ারের ৮৫০তম ম্যাচ জয় এটি নাদালের। এছাড়া বিশ্বের এক নম্বর তারকা ব্রিটেনের এ্যান্ডি মারে, ৯ নম্বর বাছাই জাপানের কেই নিশিকোরি, ১২ নম্বর বাছাই ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গা, ১৪ নম্বর বাছাই ফ্রান্সের লুকাস পাউলি, ১৬ নম্বর বাছাই লুক্সেমবার্গের জাইলস মুলার উঠেছেন দ্বিতীয় পর্বে। তবে প্রথমদিনই ঘটেছে সবচেয়ে বড় অঘটন। অন্যতম ফেবারিট সুইজারল্যান্ডের স্টানিসলাস ওয়ারিঙ্কা বিদায় নিয়েছেন। ৫ নম্বর বাছাই এ তারকা হেরে গেছেন রাশিয়ার অবাছাই ড্যানিল মেদভেদেভের কাছে। এছাড়া ৩১ নম্বর বাছাই স্পেনের ফার্নান্দো ভার্দাসকো, ২০ নম্বর বাছাই অস্ট্রেলিয়ার নিক কিরজিওস ও ২১ নম্বর বাছাই ক্রোয়েশিয়ার ইভো কার্লোভিচ বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকেই। মারে উইম্বলডন শুরুর প্রথমদিনই দুটি বড় আনন্দ পেয়েছেন। একটি সহজ জয়ে দ্বিতীয়পর্বে ওঠা এবং আরেকটি দ্বিতীয় সন্তানের বাবা হবেন সেই খবর। উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন এ ব্রিটিশ তারকা কাজাখস্তানের আলেক্সান্ডার বাবলিকের বিরুদ্ধে নির্বিঘœ জয় তুলে নেন। তিনি জেতেন ৬-১, ৬-৪ ও ৬-২ সেটে। তবে ম্যাচের সময়ই হিপের ব্যথায় মুখ কুঁচকাতে দেখা গেছে তাকে। এ বিষয়ে জয়ের পর মারে বলেন, ‘আমি এখন ঠিক আছি। তবে যে কোন ম্যাচের যে উত্তেজনা সেটা এ ধরনের সামান্য ব্যথাকে ভুলিয়ে রাখে।’ পরের রাউন্ডে মারের প্রতিপক্ষ হবেন আরেক অবাছাই জার্মানির ডাস্টিন ব্রাউনের। ফ্রেঞ্চ ওপেন জয় এবং তার আগে টানা ৩টি বড় আসরের শিরোপা জিতে এখন ফর্মের তুঙ্গে আছেন স্পেনের রাফায়েল নাদাল। উইম্বলডন শুরুর দিনেই সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তিনি দুই নম্বরে উঠে এসেছেন। তবে আগেই এ টুর্নামেন্টের ড্র হওয়ায় খেলছেন ৪ নম্বর বাছাই হিসেবে। তিনি শুরুটা করেছেন দারুণভাবে। সাবেক এ বিশ্বসেরা স্প্যানিশ তারকা ৬-১, ৬-৩, ৬-২ সেটে হারিয়েছেন অস্ট্রেলিয়ার জন মিলম্যানকে। এটি তার ক্যারিয়ারের ৮৫০তম জয়। এবার তিনি খেলবেন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ইয়াংয়ের বিরুদ্ধে। ৯ নম্বর বাছাই নিশিকোরি ৬-২, ৬-২, ৬-০ সেটে উড়িয়ে দিয়েছেন ইতালির মার্কো সেসিনাটোকে। ১৬ নম্বর বাছাই মুলার ৭-৫, ৬-৪, ৬-২ সেটে হারিয়েছেন হাঙ্গেরির মার্টন ফুকসোভিকসকে। এছাড়া ১২ নম্বর বাছাই সোঙ্গা, ১৪ নম্বর বাছাই পাউলি, ২৮ নম্বর বাছাই ফ্যাবিও ফগনিনি ও ২৪ নম্বর বাছাই যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরি উঠে গেছেন দ্বিতীয় পর্বে। হতাশার বিদায় ঘটেছে ওয়ারিঙ্কার। সবাইকে চমকে দিয়ে তাকে ৬-৪, ৩-৬, ৬-৪, ৬-১ সেটে হারিয়ে দিয়েছেন রাশিয়ান তরুণ মেদভেদেভ। ২১ বছর বয়সী এ তরুণের কোন গ্র্যান্ডসøামে এটিই প্রথম জয়। এছাড়া ক্রোয়েশিয়ার কার্লোভিচকে প্রলম্বিত এক টানটান উত্তেজনার ম্যাচে ৬-৭ (৫-৭), ৭-৬ (৮-৬), ৬-৭ (৭-৯), ৭-৬ (৯-৭) ও ৮-৬ ব্যবধানে হারিয়ে দিয়েছেন গ্রেট ব্রিটেনের তরুণ আলিয়াজ বেদেনে। অস্ট্রেলিয়ার তরুণ উদীয়মান তারকা ২০ নম্বর বাছাই কিরজিওস ফ্রান্সের পিয়েরে হিউজেস হার্বার্টের কাছে ৬-৩, ৬-৪ ব্যবধানে পিছিয়ে থাকার পর ইনজুরির কারণে সরে দাঁড়ান।
×