ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদ্রিদে ফিরেও ক্লাবে যাননি পর্তুগীজ অধিনায়ক

রোনাল্ডোর নীরবতায় অখুশি রিয়াল

প্রকাশিত: ০৬:৫২, ৫ জুলাই ২০১৭

রোনাল্ডোর নীরবতায় অখুশি রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ একটা মৌসুম কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদকে দিয়েছেন স্বর্ণসাফল্য। এরপরও তাকে নিয়ে আলোচনার শেষ নেই। হরহামেশা সংবাদপত্রের হেডলাইন হচ্ছেন, টিভির ব্রেকিং নিউজে নাম আসছে। চাউর হচ্ছে সান্টিয়াগো বার্নাব্যু ছাড়তে পারেন! কিন্তু অবাক করা বিষয়, এটা নিয়ে মুখ খুলছেন না ঘটনার কেন্দ্রে থাকা রোনাল্ডো। বিষয়টি নিয়ে পর্তুগীজ মহাতারকার ওপর কিছুটা নাখোশ রিয়াল মাদ্রিদের টিম ম্যানেজমেন্ট। এর আগে স্পেনের কর কর্তৃপক্ষের হাতে গত মাসে কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত হয়েছেন সি আর সেভেন। বিষয়টি মুষড়ে ফেলেছিল ফিফা বর্ষসেরা ফুটবলারকে, ক্ষুব্ধও হয়েছিলেন তিনি। যে কারণে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন রোনাল্ডো। যার ক্যাপশন ছিল ‘কখনও কখনও সবচেয়ে ভাল জবাব হলো চুপ থাকা। এর পরেরদিনই ফুটবল জগতে একটা বোমা ফাটে। খবর রটে, রিয়াল ছাড়তে পারেন রোনাল্ডো। এ নিয়ে মাদ্রিদে তোলপাড় শুরু হয়। এর পরপরই অবশ্য রোনাল্ডো মাদ্রিদ ছেড়ে কনফেডারেশন্স কাপে খেলার জন্য জাতীয় দলে যোগ দেন। রাশিয়ায় টুর্নামেন্টে মেক্সিকো, রাশিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি গ্রুপ ম্যাচের প্রতিটিতেই তিনি ম্যাচ সেরা নির্বাচিত হন। ওই সময় তিনি শুধু ম্যাচ ও টুর্নামেন্ট নিয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এদিকে মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ বেশ কয়েকটি সাক্ষাতকারে বারবার বলেছেন, আমি চাই রোনাল্ডো সারাজীবন মাদ্রিদে থাকুক। সে আমার দলের অন্যতম স্তম্ভ ও ক্লাব ইতিহাসের একটি বড় অংশ। স্প্যানিশ সংবাদ মাধ্যমে এ নিয়ে বলা হয়েছে ক্লাব প্রধানের এই বক্তব্যের বিপরীতে ৩২ বছর বয়সী রোনাল্ডো এই মুহূর্তে চুপ থাকাই বেশি প্রয়োজনীয় বলে মনে করছেন। তিনি এই বিষয়ে সত্যিকার অর্থে তেমন কোন প্রতিক্রিয়াই এ পর্যন্ত জানাননি। কনফেডরেশন্স কাপের সেমিফাইনালে চিলির কাছে পেনাল্টি শূটআউটে পরাজিত হয়ে বিদায় নেয় পর্তুগাল। পরে মেক্সিকোকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করে। যদিও সন্তান জন্মের কারণে দেশে ফিরে যাওয়ায় স্থান নির্ধারণী ম্যাচে ছিলেন না রোনাল্ডো। ইতোমধ্যেই অবশ্য রোনাল্ডো স্পেনের রাজধানীতে ফিরেছেন। কিন্তু এখন পর্যন্ত মাদ্রিদের সঙ্গে কোন যোগযোগ করেননি। বা এ সম্পর্কে প্রকাশ্যে কোন মন্তব্যও করেননি। রোনাল্ডোর এই নিশ্চুপ ভূমিকা নিয়ে বেশ চটেছেন মাদ্রিদের উর্ধতন কর্তারা, এমনকি সমর্থকরাও। তারা সকলেই এ সম্পর্কে ক্লাবের সেরা খেলোয়াড়ের মন্তব্য আশা করছে। ক্লাব অবশ্য খেলোয়াড়দের ছুটির সময়টা তাদের ব্যক্তিগত জীবনকেই প্রাধান্য দিয়ে থাকে। বিশেষ করে পরিবারে নতুন সদস্য আসায় রোনাল্ডোকে নিয়ে খুব একটা ঘাটাতে চাচ্ছে না ক্লাব কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে চলতি সপ্তাহেই রোনাল্ডো ক্লাবের সঙ্গে যোগাযোগ করবে। রিয়াল এখনও তাদের সেরা খেলোয়াড়কে ক্লাবে রেখে দিতে আত্মবিশ্বাসী। তবে বেশিরভাগেরই ধারণা শেষ পর্যন্ত রোনাল্ডো রিয়ালেই থেকে যাবেন। সব ভুল বোঝাবুঝি বা মনোমালিন্যেরও দ্রুত অবসান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ মুহূর্তে যমজ সন্তানদের নিয়ে ব্যস্ত থাকার কারণেই নাকি ক্লাবে যাননি বর্তমান ফিফা সেরা তারকা।
×