ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে শুরু চেক রানী কেভিতোভার

প্রকাশিত: ০৬:৪৮, ৫ জুলাই ২০১৭

জয় দিয়ে শুরু চেক রানী কেভিতোভার

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র কয়েকদিন আগে দুর্ঘটনায় এখন মনমানসিকতা বিক্ষিপ্ত ভেনাস উইলিয়ামসের। তার গাড়ির আঘাতে আহত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৫ বারের গ্র্যান্ডসøাম জয়ী ৩৭ বছর বয়সী এ সাবেক বিশ্বসেরা টেনিস তারকার বিরুদ্ধে মামলাও হয়েছে। সেই মানসিক চাপ নিয়েও মর্যাদার উইম্বলডনে জয় দিয়ে শুরু করেছেন ভেনাস। এবার অল ইংল্যান্ড ক্লাবে তার ২০তম বার্ষিকী। এর আগে ১৯ বার উইম্বলডনে খেলেছেন। তবে জয় পাওয়ার পরেও সংবাদ সম্মেলনে ওই ভয়াবহ দুর্ঘটনার কথা স্মরণ করে কেঁদে ফেললেন ভেনাস। উইম্বলডনের প্রথমদিনে আরও দুটি জয় সবার নজর কেড়েছে। গত ডিসেম্বরে প্রথম সন্তানের জন্ম দেয়া বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা উইম্বলডন দিয়েই ফিরেছেন কোর্টে এবং জয় তুলে নিয়েছেন। আর ছুরিকাঘাতে কব্জির ইনজুরিতে পড়া চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাও সরাসরি জয় তুলে নিয়ে পৌঁছে গেছেন দ্বিতীয় পর্বে। দীর্ঘ সময়ের ইনজুরি কাটিয়ে এবার উইম্বলডনে ফিরেছেন কেভিতোভা। কিন্তু এরপরও তিনি অন্যতম ফেবারিট এবার অল ইংল্যান্ড কাপে শিরোপা জয়ের ক্ষেত্রে। ফেরার পর দ্বিতীয় টুর্নামেন্টেই শিরোপা জিতেছেন তিনি। সেটা উইম্বলডনের আগেই এই গণক্ল্যাসিক। এর মাধ্যমে কেভিতোভা বুঝিয়ে দিয়েছেন ভালভাবেই ফিরেছেন তিনি। ক্যারিয়ারে মাত্র দুটি গ্র্যান্ডসøাম জিতেছেন। আর সে দুটিই ২০১১ ও ২০১৪ সালের উইম্বলডন। এ কারণে স্বাভাবিকভাবেই ফেবারিট তকমাটা পেয়ে গেছেন ১১ নম্বর বাছাই হিসেবে অংশ নেয়া এ তারকা। শুরুটাও হয়েছে দুর্দান্ত। সুইজারল্যান্ডের জোহানা লারসনকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে দিয়েছেন। কিন্তু এরপরও নিজেকে ফেবারিট মানতে নারাজ এ চেক তরুণী। ২৭ বছর বয়সী এ তারকা বলেন, ‘আমার সবগুলো ম্যাচেই শুধু লক্ষ্য কোর্টে নেমে যতটা সম্ভব ভাল খেলার চেষ্টা করা। আমি নিজেই আমাকে খুব বেশিদূর অগ্রসর হতে দেখছি না। আমি নিজেকে এই টুর্নামেন্টে কোনভাবেই ফেবারিট হিসেবে চিন্তা করছি না। আমি এখনও আন্ডারগ্রাউন্ড খেলোয়াড় এখানে।’ ১০ নম্বর বাছাই ভেনাসের জন্য এবারের উইম্বলডন অন্যরকম এক মাইলফলক। কারণ অল ইংল্যান্ড ক্লাবে এটি তার ২০তম বার্ষিকী। তবে সেটাকে খুব স্বস্তি নিয়ে উপভোগ করা এবং দারুণ কিছু করার জন্য পুরোপুরি মানসিক জোর নিয়ে খেলতে পারছেন না তিনি। এর কারণ উইম্বলডনের মাত্র ৫ দিন আগে একটি ভয়াল দুর্ঘটনা, তার গাড়িতে চাপা পড়ে মৃত্যুবরণ করেছেন এক বৃদ্ধ। এ কারণে আইনী জটিলতার মধ্যে আছেন। এরমধ্যেও প্রথম রাউন্ডে ৭-৬ (৯-৭), ৬-৪ সেটে তিনি হারিয়েছেন বেলজিয়ামের এলিস মার্টেন্সকে। কিন্তু জয়ের পর ওই মারাত্মক দুর্ঘটনার কথা মনে করে কেঁদে ফেললেন সাবেক এ বিশ্বসেরা মার্কিন তারকা। তিনি বলেন, ‘এটা ব্যাখ্যা করার আসলেই কোন ভাষা নেই। আমি পুরোপুরি বিধ্বস্ত ও হতবিহ্বল।’ আরেকটি আগ্রহের ম্যাচ ছিল আজারেঙ্কার। গত ডিসেম্বরে তিনি পুত্র সন্তান লিও’র মা হয়েছেন। আর সে কারণে দীর্ঘ সময় ছিলেন কোর্টের বাইরে। ফিরেছেন তিনি মর্যাদার উইম্বলডন দিয়েই। তবে অবাছাই হিসেবে খেলছেন সাবেক এ বিশ্বসেরা। যুক্তরাষ্ট্রের ১৮ বছর বয়সী সিসি বেলিস অবশ্য ভাল লড়াই করেছেন তার বিরুদ্ধে প্রথম রাউন্ডে। কিন্তু আজারেঙ্কা শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছেন ৩-৬, ৬-২, ৬-১ সেটে। ২০১১ ও ২০১২ সালের অল ইংল্যান্ড ক্লাবে নিজের সেরা সাফল্য হিসেবে সেমিফাইনাল খেলেছিলেন তিনি। গত বছর এখানে ইনজুরির কারণে অংশ নিতে পারেননি। সেটা কাটিয়ে ওঠার পরই জানতে পারেন মা হতে চলেছেন। প্রথমদিনে কোন অঘটন দেখা যায়নি। বাছাইদের মধ্যে শুধু ছিটকে পড়েছেন ২৬ নম্বর ক্রোয়েশিয়ার মিরজানা লুসিচ বারোনি ও ৩১ নম্বর বাছাই ইতালির রবার্টা ভিঞ্চি। তবে সহজ জয় পেয়েছেন ৪ নম্বর বাছাই ইউক্রেনের এলিনা সিতোলিনা ৭-৫, ৭-৬ (১০-৮) অস্ট্রেলিয়ার এ্যাশলেই বার্টি, ৬ নম্বর বাছাই ব্রিটেনের জোহানা কন্টা ৬-২, ৬-২ সেটে তাইপের সিয়েহ সু-ওয়েই, ১৩ নম্বর বাছাই লাটভিয়ার বিস্ময় কন্যা জেলেনা ওস্টাপেঙ্কো ৬-০, ১-৬, ৬-৩ সেটে বেলারুশের আলিয়াক্সান্দ্রা সানসোভিচ, ৮ নম্বর বাছাই সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা ৬-৩, ৩-৬, ৯-৭ সেটে জার্মানির আন্দ্রেয়া পেটকোভিচ এবং ১৫ নম্বর বাছাই রাশিয়ার এলেনা ভেসনিনা ৬-৪, ৫-৭, ৬-২ সেটে স্বদেশী আনা ব্লিঙ্কোভার বিরুদ্ধে।
×