ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাম্পাওলির দিকে চোখ আর্জেন্টিনার

প্রকাশিত: ০৬:৪১, ৫ জুলাই ২০১৭

সাম্পাওলির দিকে চোখ আর্জেন্টিনার

স্পোর্টস রিপোর্টার ॥ এক বছর পরই রাশিয়া বিশ্বকাপ। এই সময়ের মধ্যে আর্জেন্টিনার সামনে আর কোন ভুলের সুযোগ নেই। সম্প্রতি বরখাস্ত হওয়া এডগার্ডো বাউজার স্থানে তাই সেভিয়ার কোচ জর্জ সাম্পাওলির নিয়োগ নিয়ে এখন স্বপ্ন বুনছে আর্জেন্টাইন ফুটবল এ্যাসোসিয়েশন। রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের টেবিলে আর্জেন্টিনার বর্তমান অবস্থান পঞ্চম। চূড়ান্ত পর্বের টিকেট নিশ্চিত হবার জন্য সরাসরি বাছাই প্রক্রিয়া থেকে এখন অনেকটাই দূরে সরে এসেছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দলটি। এই সময় এমন একজন কোচের সন্ধানে ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা যার নেতৃত্বে দল নতুনভাবে উজ্জীবিত হয়ে নিজেদের পুনরায় লড়াইয়ে ফিরিয়ে আনবে। এক্ষেত্রে সাম্পাওলি তাদের প্রথম পছন্দ কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর পাওয়া না গেলেও অনেকটাই ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে সাম্পাওলির অধীনে দুর্দান্ত খেলছে সেভিয়া। তাই তাকে পেতে বিশ্বের অনেক ক্লাবই মরিয়া। ঠিক এই সময়ই সেভিয়ার কোচের দিকে আলাদা করে নজর রাখছে আর্জেন্টিনা। এর পেছনে অবশ্য কারণও রয়েছে। সেভিয়ার এই অভিজ্ঞ কোচ নিজেও লিওনেল মেসির কোচ হওয়ার স্বপ্নে বিভোর। সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের মুখেই স্বীকার করেছেন তা। বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার নিজেও ৫৭ বছর বয়সী কোচের সহায়তা পাবার ইঙ্গিত দিয়েছেন। পাঁচবারের বিশ্বসেরা খেলোয়াড়ের আর্জেন্টাইন ফুটবল এ্যাসোসিয়েশনের বেশ প্রভাব রয়েছে। ২০১৪ সালে দীর্ঘদিনের সভাপতি জুলিও গ্রোনদোসান মৃত্যুর পর থেকে কোচের শীর্ষ পদটির ক্ষেত্রে মেসির ইচ্ছার বেশ প্রাধান্য দেয়া হয়। দীর্ঘ ৩৫ বছর গ্রোনদোনা আর্জেন্টাইন ফুটবলের সর্বোচ্চ পদে আসীন ছিলেন। মেসি ও বাউজার মতোই সাম্পওলিও আর্জেন্টিনার ফুটবল প্রতিভার জন্মস্থান সান্টা ফি প্রভিন্সেরই মানুষ। সে কারণেই আর্জেন্টিনার পরবর্তী কোচ হিসেবে সাম্পাওলিকেই এগিয়ে রাখছেন অনেকে। গ্রীষ্মকালীন বিরতির আগ পর্যন্ত আর্জেন্টিনার সামনে আর কোন অফিসিয়াল ম্যাচ নেই। এই সময়ের মধ্যে সাম্পাওলি তার স্প্যানিশ মৌসুমের দায়িত্বও শেষ করে ফেলবেন। তাই তার সামনে দারুণ সুযোগ আর্জেন্টিনার কোচ হওয়ার। সুদীর্ঘ কোচিং ক্যারিয়ারে পেরু, ইকুয়েডর এবং চিলি ঘুরে সাম্পাওলি এখন ইউরোপে। তার সবচেয়ে বড় সাফল্য ছিল চিলিকে কোপা আমেরিকার শিরোপা উপহার দেয়া। তাও আবার ২০১৫ সালে লিওনেল মেসির দল আর্জেন্টিনাকে পরাজিত করেই। কিংবদন্তি আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার শিষ্য হিসেবে সাম্পাওলি একজন আক্রমণাত্মক ফরোয়ার্ড ছিলেন। ২০১৬ সালে জেরার্ডো মার্টিনোর পদত্যাগের পর এএফএ তাকে কোচ হিসেবে নিয়োগ দিতে চেয়েছিল। কিন্তু ঐ সময়ই তিনি সেভিয়ার সাথে চুক্তি করায় জাতীয় দলের প্রস্তাব ফিরিয়ে দেন। এডগার্ডো বাউজার উত্তরসূরি হিসেবে সাম্পাওলিকে ফেবারিট হিসেবেই দাবি করছে স্থানীয় গণমাধ্যম। তবে আর্জেন্টিনার পরবর্তী কোচ হিসেবে সম্ভাবনা রয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনেরও। তার সঙ্গে খুব শীঘ্রই আলোচনার বিষয়টিও প্রকাশ করেছেন এএফএ প্রধান। চলতি সপ্তাহে নতুন এএফএ বস ক্লডিও টাপিয়া স্পেন সফরে যাবেন। সেখানেই সাম্পাওলি ও সিমিওনের সাথে তার সাক্ষাতের কথা রয়েছে। কোচ হিসেবে সাম্পাওলির মতো ডিয়েগো সিমিওনেও দুর্দান্ত। ৪৬ বছর বয়সী সিমিওনেও আর্জেন্টিনার জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণের আগ্রহের কথা জানিয়েছিলেন। কিন্তু একইসঙ্গে তিনি বলেছিলেন এটা তার ক্যারিয়ারের শেষের দিকের ইচ্ছা। এ্যাটলেটিকোর সাথে তার চুক্তি রয়েছে ২০১৮ সাল পর্যন্ত। তবে আর্জেন্টিনার পরবর্তী কোচ যেই হোক না কেন তার ওপর বিশাল দায়িত্ব বর্তাবে। বিশেষ করে তার সামনে মূল চ্যালেঞ্জ রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করা।
×