ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৪০, ৫ জুলাই ২০১৭

জেএসসি পরীক্ষার প্রস্তুতি

সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: [email protected] অধ্যায়-৪ ॥ উদ্ভিদের বংশবৃদ্ধি ৯১। বীজত্বক কয় স্তরবিশিষ্ট? উত্তর : ২ স্তরবিশিষ্ট ৯২। বীজত্বকের বাইরের অংশকে কী বলে? উত্তর : টেস্টা ৯৩। বীজত্বকের ভিতরের স্তরকে কী বলে? উত্তর : টেগমেন ৯৪। বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কী বলে? উত্তর : অঙ্কুরোদগম ৯৫। অঙ্কুরোদগম প্রধানত কত প্রকার? ? উত্তর : ২ প্রকার ৯৬। যথাযথভাবে অঙ্কুরোদগম হওয়ার জন্য কী কী প্রয়োজন? উত্তর : প্রয়োজনীয় পানি, তাপ ও অক্সিজেন ৯৭। যখন ভ্রƒণকান্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে কিন্তু বীজপত্রটি মাটিে ভিতরে থেকে যায় তখন তাকে কী বলে? উত্তর : মৃদগত অঙ্কুরোদগম ৯৮। যখন বীজপত্রসহ ভ্রƒণমুকুল মাটি ভেদ করে উপওে উঠে আসে তখন তাকে কী বলে? উত্তর : মৃদভেদী অঙ্কুরোদগম ৯৯। ছোলা ও ধানের বীজে কোন ধরনের অঙ্কুরোদগম দেখা যায়? উত্তর : মৃদগত অঙ্কুরোগগম ১০০। কুমড়া, রেড়ী ও তেতুলের বীজে কোন ধরনের অঙ্কুরোদগম হয়? উত্তর : মৃদভেদী অঙ্কুরোদগম
×