ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহিষে ক্ষেত নষ্টের জের

বড় ভাইয়ের পর ছোট ভাইয়েরও মৃত্যু

প্রকাশিত: ০৬:৩৫, ৫ জুলাই ২০১৭

বড় ভাইয়ের পর ছোট ভাইয়েরও মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহিষের ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে বাগ্বিত-ার জের ধরে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই নিহত কৃষক জাফর হাওলাদার, বড়ভাই গুরুতর আহত শহিদ হাওলাদারও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের লাশের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হামলার এক সপ্তাহ পর সোমবার বিকেলে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা শহিদ হাওলাদার (৪০) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ঘটকের আন্দুয়া গ্রামের মুসাই হাওলাদারের পুত্র। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম শহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শেবাচিমে চিকিৎসাধীন আহত সূত্রে জানা গেছে, গত ২৬ জুন ঘটকের আন্দুয়া গ্রামে মহিষে ক্ষেত নষ্ট করাকে কেন্দ্র করে বাগ্বিত-ার একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই জাফর হাওলাদার (৩০) নিহত ও আরও পাঁচজন আহত হয়। যাদের মধ্যে নিহতের বড়ভাই শহিদ হাওলাদার, রীনা বেগম, রিফাত, হাবিব হাওলাদার ও প্রতিপক্ষের আলমগীর হোসেনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বেনাপোলে নয় লাখ টাকাসহ আটক স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকার সাদীপুর মোড় থেকে মঙ্গলবার সকালে আজগর আলীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা। তার ব্যাগ তল্লাশি করে নয় লাখ বাংলাদেশী টাকা পাওয়া গেছে। আটক আজগর আলী পুটখালী গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে। তিনি হুন্ডি ব্যবসায়ী বলে বিজিবির দাবি। বিজিবি জানান, আজগরকে একটি বাজার করা ব্যাগসহ আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। ওই ব্যাগ তল্লাশি করে ৪০০ এক হাজার টাকার নোট এবং এক হাজার পিস ৫০০ টাকার নোট উদ্ধার করা হয়। মাছের পোনা অবমুক্ত নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ জুলাই ॥ ‘মৎস্য উৎসব উপলক্ষে জেলা পুলিশ লাইন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মোজাম্মেল হক ২শ’ কেজি মৎস্য পোনা অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার প্রমুখ।
×