ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হত্যার বিচার ও মুক্তিযোদ্ধার ভূমি উদ্ধারের দাবি

প্রকাশিত: ০৬:৩৪, ৫ জুলাই ২০১৭

হত্যার বিচার ও মুক্তিযোদ্ধার ভূমি উদ্ধারের দাবি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের জৈন্তাপুর উপজেলা অফিসের এলসিবিসিই কর্মকর্তা মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের ছেলে নজরুল ইসলাম বাবুকে স্থানীয় ভূমিখেকো চক্র ও অপর একটি মহলের ষড়যন্ত্রে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এক নারীকে ব্যবহার করে বিয়ের নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়। গত ১৯ মে জৈন্তাপুর থানা হাজতে নির্মম এ হত্যাকা- ঘটে। ষড়যন্ত্রকারী ভূমিখেকো চক্র বর্তমানে মুক্তিযোদ্ধা জলিল সরকারের ভূমিটুকু আত্মসাতের জন্য উঠেপড়ে লেগেছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলন জৈন্তাপুর উপজেলার কহাইগড়ের বাসিন্দা মরহুম মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের সন্তানরা এ হত্যার সুবিচার ও মুক্তিযোদ্ধা পরিবারের ভূমি উদ্ধারের দাবি জানান। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধাকন্যা নাজমিন আক্তার জানান, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে একমাত্র উপার্জনক্ষম ছিলেন তাদের ভাই নজরুল ইসলাম বাবু। বাবু জৈন্তাপুর উপজেলা কার্যালয়ে এলসিবিসিই কর্মকর্তা পদে চাকরি করতেন। ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া তাদের পিতা মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের চিকিৎসার্থে তারা বাড়ি-জমি সবকিছু হারিয়ে বর্তমানে একটি ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছেন। তাদের একমাত্র ভাই নজরুল ইসলাম বাবুর বেতন-ভাতা দিয়ে চলত তাদের বাসাভাড়া ও সংসার। ভূমিহীন মুক্তিযোদ্ধা পরিবার হওয়ায় ২০১৬ সালের ১১ জুলাই বর্তমান সরকার তাদের খাসজমি প্রদান করে। ওই ভূমি আত্মসাতের জন্য একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ‘নাসরিন ফাতেমাকে বিয়ে করার পর তাকে স্বামীর বাড়ি তুলে না দিয়ে ব্যবহার করে মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠে স্থানীয় ভূমিখেকো চক্র। গোপনে নাসরিনকে দিয়ে জৈন্তাপুর থানায় গত ৭ মে একটি নারী নির্যাতন মামলা করানো হয়। পরে ১৯ মে নজরুলকে বাসা থেকে তুলে নেয়া হয় এবং জৈন্তাপুর থানা হাজতে তার মৃত্যু ঘটে।
×