ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাংবাদিকসহ চার-জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:৩৩, ৫ জুলাই ২০১৭

সাংবাদিকসহ চার-জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিচারপতি, বিচারক ও বিচার বিভাগের ভাবমূর্তি সম্পর্কে ফেসবুকে মন্তব্য করায় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাজমুল হোসেনসহ চারজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় আইনজীবী হযরত আলী বেলাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য তিন আসামি হলেন- অথৈ আদিত্য, তারিখ রহমান ও নুশরাত জাহান ইশিতা। অভিযোগ করা হয়, ২৮ জুন সাংবাদিক নাজমুল হোসেন ‘বিচারপতির লাল সিঁড়ি ও দেলোয়ারের ক্র্যাচ’ শিরোনামে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন তাতে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার উদ্দেশ্যে বিচারপতি, বিচারক ও বিচার বিভাগের ভাবমূর্তি ও মর্যাদা হেয়প্রতিপন্ন করার প্রচেষ্টা করেছেন। উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে চসিকের সমন্বয়ের অনুরোধ মেয়রের স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীতে কোন উন্নয়ন প্রকল্প গ্রহণের পূর্বে সিটি কর্পোরেশনকে অবহিতকরণ এবং কর্পোরেশনের ছাড়পত্র গ্রহণের অনুরোধ জানিয়েছে সিটি কর্পোরেশন। সমন্বয় না করে উন্নয়ন কার্যক্রম সম্পাদন করায় জলাবদ্ধতা, জনদুর্ভোগসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। সার্বিক দিক বিবেচনায় নিয়ে সেবা প্রদানকারী সব সংস্থা এবং সংশ্লিষ্ট সরকারী দফতরসমূহকে কর্পোরেশনের সঙ্গে সমন্বয়সাধনের ওপর গুরুত্বারোপ করেছে চসিক। এদিকে, পরিবেশবান্ধব পরিচ্ছন্ন নগরী গড়তে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ প্রদান করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। মঙ্গলবার বিকেলে এক সমন্বয় সভায় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দায়িত্ব পালনে কোন ধরনের অবহেলা ও গাফিলতি সহ্য করা হবে না। কোন অনিয়ম পরিলক্ষিত হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে চাকরিচ্যুতিসহ আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার বিকেলে নগর ভবনে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা, তত্ত্বাবধায়ক, পরিদর্শক, সুপারভাইজার ও দলপতিদের সমন্বয় সভায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সুনাম ও সুখ্যাতি পরিচ্ছন্ন বিভাগের কর্মকা-ের ওপর নির্ভর করে। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মন্নান সিদ্দিকী। উপস্থিত ছিলেনÑ প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ ও পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আকতার চৌধুরী এবং কর্মকর্তাবৃন্দ।
×