ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ইজিবাইক বাস সংঘর্ষে নিহত তিন

প্রকাশিত: ০৬:৩২, ৫ জুলাই ২০১৭

দিনাজপুরে ইজিবাইক বাস সংঘর্ষে নিহত তিন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ কাহারোল উপজেলায় নৈশকোচের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ২টার দিকে কাহারোল উপজেলার ষোল মাইলে এ দুর্ঘটনা ঘটে। নিহতহরা হলেন- কাহারোল উপজেলার ডহন্দা গ্রামের মৃত উকিল বর্মনের ছেলে বৈশাখু বর্মন (৫৫), একই এলাকার রবিদাসের ছেলে শুভ দাস (৩০) ও রামপুর এলাকার দোহাই রামের ছেলে গকুল রাম (৪০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে হরিনাম সংকীর্তন শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের লোকজন। পথে তারা ষোল মাইলে পৌঁছলে একটি নৈশকোচ ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বৈশাখু বর্মন ও গকুল নিহত হন। আহতাবস্থায় ৬ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভ নামে আরও একজনের মৃত্যু হয়। নীলফামারীতে দুই আরোহী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে জলঢাকা উপজেলার ডোমার সড়কের দুন্দিবাড়ি ডুলঢুকির মোড়ে। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন পঞ্চগড় জেলা শহরের মসজিদপাড়া মহল্লার কবির হোসেনের ছেলে পঞ্চগড়ের শতাব্দী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আব্দুল মালেক (৩৪) ও রামের ডাঙ্গা মহল্লার লাম মিম ছাপাখানার মালিক আব্দুল বারেক আলীর ছেলে মোক্তার হোসেন (৩২)। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে মালবোঝাই একটি ট্রাক ডোমারে যাচ্ছিল। এ সময় পেছনে থাকা মোটরসাইকেল আরোহী দুইজন ওই ট্রাকটিকে ওভারটেকিং করার চেষ্টা করছিল। বৃষ্টির কারণে মোটরসাইকেলটি স্লিপ কেটে উল্টে গেলে তারা দুইজনেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যেতে সক্ষম হয়। মেহেরপুরে ব্যবসায়ী সংবাদদাতা মেহেরপুর থেকে জানান, গাংনীতে সড়ক দুর্ঘটনায় কাফিরুল ইসলাম (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন উপজেলার গাঁড়াডোব গ্রামের গোলাম রসুলের ছেলে শাহিন হোসেনসহ আরও দুজন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর তেরাইল-জোড়পুকুরিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাফিরুল গাংনী উপজেলার দক্ষিণ ভরাট গ্রামের জেদ আলীর ছেলে ও জোড়পুকুরিয়া বাজারের ফার্নিচার ব্যবসায়ী। স্থানীয়রা জানান, কাফিরুল মোটরসাইকেলযোগে জোড়পুকুরিয়া বাজার থেকে বামন্দী শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি স্যালো ইঞ্জিনচালিত আলগামন তাকে ধাক্কা দিলে পড়ে গিয়ে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। কুষ্টিয়া যাওয়ার পথে কাফিরুল ইসলামের মৃত্যু হয়।
×