ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যতদিন বন্যা ততদিন ত্রাণ দেয়া হবে ॥ মায়া

প্রকাশিত: ০৬:৩২, ৫ জুলাই ২০১৭

যতদিন বন্যা ততদিন ত্রাণ দেয়া হবে ॥ মায়া

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৪ জুলাই ॥ মৌলভীবাজারে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন দুর্যোগের সময় আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়ায় আর বিএনপি নেতৃবৃন্দ ত্রাণ না দিয়ে ঢাকায় বসে ফাঁকা আওয়াজ দেয়। মঙ্গলবার দুপুরে কুলাউড়া উপজেলার বন্যাদুর্গত দুটি স্থান পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে এ কথা বলেন। এ সময় মন্ত্রী তিনশ মেট্রিকটন চাল, ত্রিশ লাখ টাকা, এক হাজার বান্ডেল টিন এবং আশ্রয় কেন্দ্রের অসহায় মানুষদের জন্য শুকনো খাবার বরাদ্দের ঘোষণা করেন। এ ছাড়াও দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। এটা শেখ হাসিনার অঙ্গীকার। এ সময় উপস্থিত ছিলেন ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, যুগ্ম সচিব মহসীন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল মতিন, মহাপরিচালক রিয়াজ আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইন। জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ। মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী ও বড়লেখায় তৃতীয় দফা বন্যার সার্বিক পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। উজানে বৃষ্টিপাত না হওয়ায় বন্যাকবলিত এলাকায় ২ থেকে ৩ ইঞ্চি পানি কমেছে। তবে এখনও জেলা সদরের সঙ্গে বড়লেখা ও জুড়ী উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক স্থরের ১৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ২৯টি বন্যা আশ্রয় কেন্দ্রে প্রতিদিন আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে রাজনগরে নতুন করে আবার বন্যা দেখা দিয়েছে। কুশিয়ারা নদী ও কাউয়াদীঘি হাওড়ের পানি বৃদ্ধি এবং পাহাড়ী ঢলে উপজেলার ফতেপুর, উত্তরভাগ, মুন্সিবাজার, পাঁচগাঁও ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্ধী হয়ে পড়েছেন। প্লাবন ও আশ্রয় কেন্দ্রের কারণে ১৬টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। আশপাশে পানি থাকায় আরও প্রায় ১০টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হবার উপক্রম। এছাড়া মৌলভীবাজার-রাজনগর-বালাগঞ্জ সড়ক বন্যার কারণে বাস যোগাযোগ বন্ধ রয়েছে। ২০৮ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৪ জুলাই ॥ ২০৮ দরিদ্র শিক্ষার্থী পেয়েছে জেলা পরিষদের মেধাবৃত্তি। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষ নিসর্গে আনুষ্ঠানিকভাবে এসএসসি পর্যায়ের ২শ ২ শিক্ষার্থীর হাতে মাথাপিছু ৪ হাজার টাকা ও এইচএসসি পর্যায়ের ৬ শিক্ষার্থীদের হাতে মাথাপিছু ৫ হাজার টাকা করে ৮ লাখ ৩৮ হাজার টাকার ওই মেধাবৃত্তি তুলে দেয়া হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাব্বির আহমেদ খোকন, আব্দুল খালেক, জাকারিয়া বিষু ও প্রভাষক আঞ্জুমান আরা। হেলথ ক্যাম্প উদ্বোধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় নীলফামারী পৌরসভার উপকারভোগীদের জন্য তিন দিনব্যাপী হেলথ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে পৌরসভা সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহাজাদীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মনিরুজ্জামান মনি ও সম্মিলিত সংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিম। বিনামূল্যে তিন চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেবেন। এ সময় শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
×