ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভিজিএফ গম বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় ছাত্রকে মারধর

প্রকাশিত: ০৬:৩১, ৫ জুলাই ২০১৭

ভিজিএফ গম বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় ছাত্রকে মারধর

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুরে ভিজিএফের গম ১৩ কেজির পরির্বতে ৯ কেজি নিতে অস্বীকার করায় নুর আলম (২০) নামে এক মেধাবী ছাত্রকে পিটিয়ে আহত করেছে চেয়ারম্যানের পেটোয়া বাহিনী। ঘটনাটি ঘটে উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। বর্তমানে সে উলিপুর হাসপাতালের ১৩নং বেডে চিকিৎসাধীন। ডাক্তাররা বলছেন, নুর আলমের সুস্থ হতে আরও কয়েকদিন লাগবে। আহত নুর আলম জানান, আমার মা নুর বানু বেগম (৪৫) অসুস্থ থাকায় তার পরিবর্তে আমি রবিবার বিকেলে সিøপের ভিজিএফের গম নিতে যাই। এ সময় ১৩ কেজি গমের পরিবর্তে চেয়ারম্যানের লোকজন আমাকে ৯ কেজি গম দেয়। আমি ১৩ কেজি গম চাইলে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায় গ্রামপুলিশ মেহেরুল ইসলাম, চেয়ারম্যানের লোক ফয়জার রহমান, রাজু মিয়া, জহুরুল হকসহ বেশ কয়েকজন আমাকে বেত দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনরা আমাকে আহতাবস্থায় উদ্ধার করে উলিপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় নুর আলম বাদী হয়ে উলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান। ওই ছাত্রের মা নুর বানু বেগম বলেন, অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে ছেলেকে লেখাপড়া করাচ্ছি। স্বামী না থাকায় দীর্ঘ ২০ বছর ধরে বাবার বাড়িতে আশ্রয় নিয়ে মা-ছেলে বসবাস করে আসছি। আমার লেখাপড়া করা ছেলে অন্যায়ের প্রতিবাদ করায় প্রভাবশালীদের হাতে মার খেয়ে আজ হাসপাতালে ভর্তি। আমি চেয়ারম্যান ও তার লোকদের বিচার চাই। বর্তমানে নুর আলম কুড়িগ্রাম সরকারী মহাবিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম আহত নুর আলমকে উলিপুর হাসপাতালে দেখতে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।
×